Ajker Patrika

বন্যাদুর্গত মানুষের যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী ততদিন থাকবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৩ জুন ২০২২, ১৮: ৪২
বন্যাদুর্গত মানুষের যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী ততদিন থাকবে: সেনাপ্রধান

বন্যাদুর্গত মানুষের যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী ততদিন বন্যাকবলিত এলাকায় থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

সেনাবাহিনী প্রধান জানান, দুটি কারণে তাঁর এখানে আসা। সেনাবাহিনীর সদস্যদের কাজ দেখা এবং কী কী কাজ করা যায় সেটা দেখা। এখানে সরকারের প্রতিটি বিভাগ নিজে নিজে উৎসাহ নিয়ে কাজ করছে। 

সেনাবাহিনী প্রধান বলেন, ‘দিন যত যাবে নতুন নতুন সমস্যা আসবে। সমস্যা দূর করে আরও ভালো করে কাজ করতে হবে। জাতীয় দুর্যোগ জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে। দুর্যোগে সাহস নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ রাখছেন। এখনো অনেক পানিবন্দী আছে।’ 

সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকাবন্যা আশ্রয় কেন্দ্রে যান এস এম শফিউদ্দিন আহমেদ। সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ জনকে খাদ্য সহায়তা দেন। ত্রাণ বিতরণের আগে তিনি হেলিকপ্টার দিয়ে সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হামিদুল হক, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্তসহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত