হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ কারাগারের ভেতরে হত্যা ষড়যন্ত্রের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গউছ। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা এই আদেশ দেন। এ সময় আদালতে জি কে গউছসহ আসামিরা উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী আফজাল হোসেন জানান, ২০১৫ সালে ১৮ জুলাই ঈদের দিন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ কারাগারে বন্দী থাকা অবস্থায় বিএনপি নেতা জি কে গউছকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে খুনের মামলার আসামি যুবলীগ কর্মী ইলিয়াছ মিয়া ওরফে ছোটন। এ ঘটনায় কারাগারের জেলার মো. শামীম ইকবাল বাদী হয়ে হামলাকারী ইলিয়াছকে আসামি করে একটি মামলা করেন। একই ঘটনায় সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সানা উল্লা বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।
ওই মামলায় জি কে গউছসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ আনা হয়, কারাগারে বসে জি কে গউছ তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত ও এমপি আবু জাহিরকে হত্যা ষড়যন্ত্রে করছিলেন। দীর্ঘ আট বছর পর এই মামলায় জি কে গউছকে গ্রেপ্তার দেখাতে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর সদর থানার তৎকালীন ওসি (তদন্ত) বদিউজ্জামান আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত জি কে গউছকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাতে আদেশ দেন।
এর আগে ২০২৩ সালের ২৯ আগস্ট রাতে হাইকোর্ট এলাকা থেকে ডিবি পুলিশ জি কে গউছকে আটক করে। ৩০ আগস্ট ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা সিএমএম কোর্টে হাজির করা হয়।
একই সঙ্গে ২০১৫ সালের ১৮ জুলাই হবিগঞ্জ কারাগারে বন্দী থাকা অবস্থায় জি কে গউছকে ছুরিকাঘাতের ঘটনায় হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির কোতোয়ালি জোনালের উপপরিদর্শক আফতাবুল ইসলাম।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০২৩ সালের ২ সেপ্টেম্বর একই আদালতে হাজির করে আবারও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দেন। ৪ সেপ্টেম্বর জি কে গউছকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। পরে ২০২৩ সালের ৭ নভেম্বর হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম এই মামলার চার্জশিট দাখিল করেন।
আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় দীর্ঘ ১০ বছর পর বুধবার (৬ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা ও দায়রা জজ জেসমিন আরা এই মামলার দায় হতে জি কে গউছসহ সকল আসামিকে অব্যাহতি দেন।
এর আগে ২০১৬ সালের ১৬ নভেম্বর আদালতে কারা কর্তৃপক্ষের দায়েরকৃত মামলার চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই সাহিদ মিয়া। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২০২৩ সালের ২০ জুলাই হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম রায় ঘোষণা করেন। রায়ে কুখ্যাত সন্ত্রাসী ইলিয়াছকে দেড় বছরের কারাদণ্ডের আদেশ দেন।
হবিগঞ্জ কারাগারের ভেতরে হত্যা ষড়যন্ত্রের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গউছ। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা এই আদেশ দেন। এ সময় আদালতে জি কে গউছসহ আসামিরা উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী আফজাল হোসেন জানান, ২০১৫ সালে ১৮ জুলাই ঈদের দিন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ কারাগারে বন্দী থাকা অবস্থায় বিএনপি নেতা জি কে গউছকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে খুনের মামলার আসামি যুবলীগ কর্মী ইলিয়াছ মিয়া ওরফে ছোটন। এ ঘটনায় কারাগারের জেলার মো. শামীম ইকবাল বাদী হয়ে হামলাকারী ইলিয়াছকে আসামি করে একটি মামলা করেন। একই ঘটনায় সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সানা উল্লা বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।
ওই মামলায় জি কে গউছসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ আনা হয়, কারাগারে বসে জি কে গউছ তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত ও এমপি আবু জাহিরকে হত্যা ষড়যন্ত্রে করছিলেন। দীর্ঘ আট বছর পর এই মামলায় জি কে গউছকে গ্রেপ্তার দেখাতে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর সদর থানার তৎকালীন ওসি (তদন্ত) বদিউজ্জামান আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত জি কে গউছকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাতে আদেশ দেন।
এর আগে ২০২৩ সালের ২৯ আগস্ট রাতে হাইকোর্ট এলাকা থেকে ডিবি পুলিশ জি কে গউছকে আটক করে। ৩০ আগস্ট ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা সিএমএম কোর্টে হাজির করা হয়।
একই সঙ্গে ২০১৫ সালের ১৮ জুলাই হবিগঞ্জ কারাগারে বন্দী থাকা অবস্থায় জি কে গউছকে ছুরিকাঘাতের ঘটনায় হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির কোতোয়ালি জোনালের উপপরিদর্শক আফতাবুল ইসলাম।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০২৩ সালের ২ সেপ্টেম্বর একই আদালতে হাজির করে আবারও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দেন। ৪ সেপ্টেম্বর জি কে গউছকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। পরে ২০২৩ সালের ৭ নভেম্বর হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম এই মামলার চার্জশিট দাখিল করেন।
আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় দীর্ঘ ১০ বছর পর বুধবার (৬ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা ও দায়রা জজ জেসমিন আরা এই মামলার দায় হতে জি কে গউছসহ সকল আসামিকে অব্যাহতি দেন।
এর আগে ২০১৬ সালের ১৬ নভেম্বর আদালতে কারা কর্তৃপক্ষের দায়েরকৃত মামলার চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই সাহিদ মিয়া। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২০২৩ সালের ২০ জুলাই হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম রায় ঘোষণা করেন। রায়ে কুখ্যাত সন্ত্রাসী ইলিয়াছকে দেড় বছরের কারাদণ্ডের আদেশ দেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
৪ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৪ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৪ ঘণ্টা আগে