সুনামগঞ্জ সংবাদদাতা
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব দেখে আপনারদের এলাকার মানুষ আমাকে বলতেছে, “আপনাদের আরও পাঁচ বছর দেখতে চাই।”’
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিটি ঘটনার প্রতি সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে বাড়ছে, আরও বাড়ানো হবে।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র ও কৃষি দেখার জন্য আমি এখানে এসেছি। ফরেন দেখার জন্য ফরেন মিনিস্টার (উপদেষ্টা) রয়েছেন। তবে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। চুক্তিতে বন্দিবিনিময় করার কথা বলা আছে। এ চুক্তির আলোকে ক্রিমিনালকে ফিরিয়ে আনার চেষ্টা করব।’
জাহাঙ্গীর আলম জানান, ‘চিকেন নেক’ ইস্যু নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধের শঙ্কা নেই। তিনি আরও জানান, বাংলাদেশের থানাগুলো থেকে কিছু অস্ত্র খোয়া গেছে। এগুলো সব উদ্ধার করতে হবে। এ অস্ত্র যাতে ব্যবহার করা না হয়, সে দিক নজর রাখবে পুলিশ।
মব নিয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘যেখানেই মব হচ্ছে, সেখানেই অ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ মব করতে চায়, তাহলে কঠোর হাতে দমন করা হবে।’
শান্তিগঞ্জে ঘন ঘন সংঘর্ষ এবং তা রোধ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘শুধু পুলিশকে দোষ দিলে হবে না। এ কাজ শুধু পুলিশের না, জনসাধারণকে বেশি করে সচেতন করতে হবে।’
উপদেষ্টা এর আগে শান্তিগঞ্জ থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ অন্য স্থাপনা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, জেলা প্রশাসক ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব দেখে আপনারদের এলাকার মানুষ আমাকে বলতেছে, “আপনাদের আরও পাঁচ বছর দেখতে চাই।”’
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিটি ঘটনার প্রতি সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে বাড়ছে, আরও বাড়ানো হবে।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র ও কৃষি দেখার জন্য আমি এখানে এসেছি। ফরেন দেখার জন্য ফরেন মিনিস্টার (উপদেষ্টা) রয়েছেন। তবে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। চুক্তিতে বন্দিবিনিময় করার কথা বলা আছে। এ চুক্তির আলোকে ক্রিমিনালকে ফিরিয়ে আনার চেষ্টা করব।’
জাহাঙ্গীর আলম জানান, ‘চিকেন নেক’ ইস্যু নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধের শঙ্কা নেই। তিনি আরও জানান, বাংলাদেশের থানাগুলো থেকে কিছু অস্ত্র খোয়া গেছে। এগুলো সব উদ্ধার করতে হবে। এ অস্ত্র যাতে ব্যবহার করা না হয়, সে দিক নজর রাখবে পুলিশ।
মব নিয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘যেখানেই মব হচ্ছে, সেখানেই অ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ মব করতে চায়, তাহলে কঠোর হাতে দমন করা হবে।’
শান্তিগঞ্জে ঘন ঘন সংঘর্ষ এবং তা রোধ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘শুধু পুলিশকে দোষ দিলে হবে না। এ কাজ শুধু পুলিশের না, জনসাধারণকে বেশি করে সচেতন করতে হবে।’
উপদেষ্টা এর আগে শান্তিগঞ্জ থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ অন্য স্থাপনা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, জেলা প্রশাসক ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী প্রমুখ।
কুষ্টিয়া সদর উপজেলায় এক বিএনপি নেতার বাড়ির ফটক ধাক্কাধাক্কি ও কয়েকটি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় ফটক না খোলায় তারা ওই বিএনপি নেতাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উজানগ্রাম
৪ মিনিট আগেগত ১ এপ্রিল রাতে পূর্ব শত্রুতার জেরে একটি প্রাইভেটকারযোগে ১০-১২ জনের একটি দল জোয়ার সাহারার খাঁ পাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদুজ্জামান রাজুর বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি ও অশ্রাব্য গালিগালাজ শুরু করে। এ সময় তাঁরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, বাসার গেইট লাথি মেরে ভাঙচুর করে এবং সিসি ক্যামেরা ভেঙে
৯ মিনিট আগেছয় দফা দাবি আদায় ও কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকে হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাজধানীর রাজপথে নেমেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আজ শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ। ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত মিছিলে অন্তত পাঁচ শতাধি
১৭ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে ৬টি বসতঘর পুড়ে দগ্ধ হয়েছেন নারীসহ তিনজন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের শাহ অহিদিয়া পাড়ার মৌলানা হাসেমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে