কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে প্লাবিত এলাকার পরিসর বাড়ছে। দুধকুমার নদের পানি বেড়ে বিপৎসীমা ছুঁয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নদ-নদী অববাহিকার ১১ গ্রামের প্রায় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র ও দুধকুমার অববাহিকার অনেক বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, জেলার প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ বুধবার সন্ধ্যার প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৪২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমা স্পর্শ করেছে। এই সময়ে ব্রহ্মপুত্রের পানি নুন খাওয়া পয়েন্টে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ধরলার পানি সেতু পয়েন্টে ৫৫ সেন্টিমিটার এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পূর্বাভাস অনুযায়ী, ২৩ জুন পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থেকে চরাঞ্চলসহ নদ-নদীর তীরবর্তী এলাকা সাময়িক প্লাবিত হতে পারে।
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও পাঁচগাছী ইউনিয়নের নিম্নাঞ্চল, ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় এবং নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। ফলে এসব এলাকার আট শতাধিক পরিবার পানিবন্দী জীবন যাপন করছে। কিছু পরিবারের বাড়িঘরে পানি ঢুকেছে।
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পোড়ারচর, গোয়াইলপুরির চর, চিড়া খাওয়া, দক্ষিণ গোয়াইলপুরি গ্রামে পানি প্রবেশ করায় প্রায় দেড় শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব গ্রামের বেশ কিছু বাড়িঘরে পানি ঢুকেছে। একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর ভগবতীপুর, ৪ নম্বর ওয়ার্ডের শিবের পাছি ও খাসের চরেও পানি ঢুকেছে। এখানকার শতাধিক পরিবার পানিবন্দী অবস্থায় আছে।
যাত্রাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘পানি বাড়ছে। তবে এখনো তেমন খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় নাই। চরগুলো নিচু হওয়ায় অনেক পরিবার পানিবন্দী হয়েছে। কিছু বাড়িঘরে পানি ঢুকলেও বেশির ভাগ বাড়িঘর এখনো নিরাপদ। তবে পানি বাড়তে থাকলে দুই-এক দিনের মধ্যে মানুষের বাড়িঘরে পানি ঢুকবে।’
নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে দুধকুমার নদের পানি বেড়ে চারটি গ্রামের তিন শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফান্দেরচর, চর দামাল গ্রাম, মাঝের চর ও আদর্শ বাজার গ্রামে পানি ঢোকায় মানুষের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজ উদ্দিন বলেন, ‘নিচু এলাকার কিছু বাড়িঘরে পানি ঢুকছে। তবে তিন-চার শ পরিবার পানিবন্দী। মানুষ নৌকা আর কলার ভেলায় করে প্রয়োজনীয় কাজ সারছে।’
জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানায়, সার্বিক অবস্থার ওপর সতর্ক নজর রাখা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলাগুলো থেকে এখনো পানিবন্দী পরিবার ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রতিবেদন চাওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আরও দুই-তিন দিন পানি বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এ সময় নদ-নদীর নিম্নাঞ্চল প্লাবিত হবে। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে বড় বন্যার পূর্বাভাস নেই।’
কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে প্লাবিত এলাকার পরিসর বাড়ছে। দুধকুমার নদের পানি বেড়ে বিপৎসীমা ছুঁয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নদ-নদী অববাহিকার ১১ গ্রামের প্রায় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র ও দুধকুমার অববাহিকার অনেক বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, জেলার প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ বুধবার সন্ধ্যার প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৪২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমা স্পর্শ করেছে। এই সময়ে ব্রহ্মপুত্রের পানি নুন খাওয়া পয়েন্টে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ধরলার পানি সেতু পয়েন্টে ৫৫ সেন্টিমিটার এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পূর্বাভাস অনুযায়ী, ২৩ জুন পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থেকে চরাঞ্চলসহ নদ-নদীর তীরবর্তী এলাকা সাময়িক প্লাবিত হতে পারে।
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও পাঁচগাছী ইউনিয়নের নিম্নাঞ্চল, ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় এবং নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। ফলে এসব এলাকার আট শতাধিক পরিবার পানিবন্দী জীবন যাপন করছে। কিছু পরিবারের বাড়িঘরে পানি ঢুকেছে।
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পোড়ারচর, গোয়াইলপুরির চর, চিড়া খাওয়া, দক্ষিণ গোয়াইলপুরি গ্রামে পানি প্রবেশ করায় প্রায় দেড় শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব গ্রামের বেশ কিছু বাড়িঘরে পানি ঢুকেছে। একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর ভগবতীপুর, ৪ নম্বর ওয়ার্ডের শিবের পাছি ও খাসের চরেও পানি ঢুকেছে। এখানকার শতাধিক পরিবার পানিবন্দী অবস্থায় আছে।
যাত্রাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘পানি বাড়ছে। তবে এখনো তেমন খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় নাই। চরগুলো নিচু হওয়ায় অনেক পরিবার পানিবন্দী হয়েছে। কিছু বাড়িঘরে পানি ঢুকলেও বেশির ভাগ বাড়িঘর এখনো নিরাপদ। তবে পানি বাড়তে থাকলে দুই-এক দিনের মধ্যে মানুষের বাড়িঘরে পানি ঢুকবে।’
নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে দুধকুমার নদের পানি বেড়ে চারটি গ্রামের তিন শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফান্দেরচর, চর দামাল গ্রাম, মাঝের চর ও আদর্শ বাজার গ্রামে পানি ঢোকায় মানুষের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজ উদ্দিন বলেন, ‘নিচু এলাকার কিছু বাড়িঘরে পানি ঢুকছে। তবে তিন-চার শ পরিবার পানিবন্দী। মানুষ নৌকা আর কলার ভেলায় করে প্রয়োজনীয় কাজ সারছে।’
জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানায়, সার্বিক অবস্থার ওপর সতর্ক নজর রাখা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলাগুলো থেকে এখনো পানিবন্দী পরিবার ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রতিবেদন চাওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আরও দুই-তিন দিন পানি বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এ সময় নদ-নদীর নিম্নাঞ্চল প্লাবিত হবে। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে বড় বন্যার পূর্বাভাস নেই।’
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
১০ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
২২ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩৫ মিনিট আগে