Ajker Patrika

সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় মরিয়ম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের গার্ডপাড়ার রেলওয়ে স্টেশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মরিয়ম একই এলাকার রবিউল ইসলামের মেয়ে। এ ঘটনায় এলাকাবাসী ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন। পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধে তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মরিয়ম মা-বাবা দুজনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন। সে ওই এলাকায় তার নানির নুরজাহানের কাছে থাকত। শিশুটি ওইসময় উল্লেখিত স্থানে রাস্তার পাশ দিয়ে তার নানির হাত ধরে হাঁটছিল। পেছন থেকে ইজিবাইকটি এসে তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ইজিবাইকটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়ে অবরোধ করে চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশের অনুরোধে অবরোধকারীরা সড়ক থেকে সরে দাঁড়ান। 

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম আজকের পত্রিকাকে বলেন, ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ দুর্ঘটনায় মামলার প্রস্তুতি ও ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত