সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে বজরা হাতিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অভিভাবক ও এলাকাবাসী। আজ বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয় সংলগ্ন সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের চৌধুরী বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন, সংঘবদ্ধ একটি কুচক্রী মহল তাঁর পেছনে লেগেছে। তাঁকে ঘিরে অপবাদ রটাচ্ছে।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী-অভিভাবক কওছর আজম হাননু, নুরুল আমিন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে রওশন আলম বেলাল, দাতার ছেলে আনন্দ চৌধুরী, এলাকাবাসীর পক্ষে রাজা সরকার, শাহজাহান চৌধুরী, আরিফুল চৌধুরী, শহিদুল ইসলাম, সবুজ চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘প্রধান শিক্ষক মো. সোহরাব আলী ২০১২ সালে দায়িত্বে আসার পর থেকেই পকেট কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। এ সময়ে তিনি বিভিন্ন পদে পাঁচজনকে নিয়োগ দিয়েছেন। তাঁদের কাছ থেকে ৫০ লাখেরও বেশি টাকা নিয়েছেন। বিদ্যালয়ের কোনো উন্নয়ন না করে প্রধান শিক্ষক সেই টাকায় ব্যক্তিগত উন্নয়ন করছেন।’
এ সময় তাঁরা প্রধান শিক্ষক সোহরাব আলীর পদত্যাগ, নিয়োগ থেকে পাওয়া টাকা বিদ্যালয়ের উন্নয়নকাজে লাগানো এবং বিদ্যালয়ের পরবর্তী পরিচালনা কমিটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানান। মানববন্ধন শেষে ওই সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সোহরাব আলী বলেন, ‘আমার সময়ে কখনো পকেট কমিটি করা হয়নি। তা ছাড়া আমার সময়ে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়নি। ক্লার্ক ও পিয়ন পদে দুজনকে নিয়োগ দিয়েছে কমিটি। এক কাপ চা খাওয়ার টাকাও দেওয়া হয়নি আমাকে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংঘবদ্ধ একটি কুচক্রী মহল আমার পেছনে লেগেছে। নিজেদের স্বার্থরক্ষায় তাঁরা আমাকে জড়িয়ে যে ধরনের অপবাদ রটাচ্ছেন, সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন।’
গাইবান্ধার সুন্দরগঞ্জে বজরা হাতিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অভিভাবক ও এলাকাবাসী। আজ বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয় সংলগ্ন সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের চৌধুরী বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন, সংঘবদ্ধ একটি কুচক্রী মহল তাঁর পেছনে লেগেছে। তাঁকে ঘিরে অপবাদ রটাচ্ছে।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী-অভিভাবক কওছর আজম হাননু, নুরুল আমিন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে রওশন আলম বেলাল, দাতার ছেলে আনন্দ চৌধুরী, এলাকাবাসীর পক্ষে রাজা সরকার, শাহজাহান চৌধুরী, আরিফুল চৌধুরী, শহিদুল ইসলাম, সবুজ চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘প্রধান শিক্ষক মো. সোহরাব আলী ২০১২ সালে দায়িত্বে আসার পর থেকেই পকেট কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। এ সময়ে তিনি বিভিন্ন পদে পাঁচজনকে নিয়োগ দিয়েছেন। তাঁদের কাছ থেকে ৫০ লাখেরও বেশি টাকা নিয়েছেন। বিদ্যালয়ের কোনো উন্নয়ন না করে প্রধান শিক্ষক সেই টাকায় ব্যক্তিগত উন্নয়ন করছেন।’
এ সময় তাঁরা প্রধান শিক্ষক সোহরাব আলীর পদত্যাগ, নিয়োগ থেকে পাওয়া টাকা বিদ্যালয়ের উন্নয়নকাজে লাগানো এবং বিদ্যালয়ের পরবর্তী পরিচালনা কমিটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানান। মানববন্ধন শেষে ওই সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সোহরাব আলী বলেন, ‘আমার সময়ে কখনো পকেট কমিটি করা হয়নি। তা ছাড়া আমার সময়ে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়নি। ক্লার্ক ও পিয়ন পদে দুজনকে নিয়োগ দিয়েছে কমিটি। এক কাপ চা খাওয়ার টাকাও দেওয়া হয়নি আমাকে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংঘবদ্ধ একটি কুচক্রী মহল আমার পেছনে লেগেছে। নিজেদের স্বার্থরক্ষায় তাঁরা আমাকে জড়িয়ে যে ধরনের অপবাদ রটাচ্ছেন, সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০যৌন হয়রানির অভিযোগে বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদকে অবশেষে বদলি করা হয়েছে। রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কলেজ কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, শিক্ষক মওদুদের বিষয়ে কোনো...
১ ঘণ্টা আগেনেছারাবাদের বলদিয়া ইউনিয়নের সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিরোজপুর জেলা শিক্ষা অফিস থেকে তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। নেছারাবাদের শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তাওহিদুল আলম জিসানের নাম বাদ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার (৩ আগস্ট) রাতে মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত না থাকার কারণে...
১ ঘণ্টা আগে