Ajker Patrika

গাইবান্ধায় প্রশ্নপত্র ফাঁসের দায়ে ২ শিক্ষক আটক

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় প্রশ্নপত্র ফাঁসের দায়ে ২ শিক্ষক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে আজ রোববার দুই শিক্ষককে আটক করা হয়েছে। পরে তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া। 

জানা গেছে, চলতি এসএসসি গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পৌরশহরের বিদ্যাকোষ স্কুল হতে ওই দুই শিক্ষককে মোবাইল ফোন ও ডিভাইসসহ আটক করা হয়। 

আটককৃতরা হলেন-উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ গ্রামের শামিম ইসলাম (২১) ও দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের লিখন মিয়া (২১)। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, ‘দুই শিক্ষককে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।’ 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আলম শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ওই দুই শিক্ষক থানা হাজতে আছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত