Ajker Patrika

ধর্ষণের বিচার না পেয়ে বিষপানে নারীর মৃত্যু: প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কুড়িগ্রাম প্রতিনিধি
ধর্ষণের বিচার না পেয়ে বিষপানে নারীর মৃত্যু: প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পাওনা টাকা আদায়ের নামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই আসামির মধ্যে প্রধান আসামি জয়নাল আবেদীন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার আসামিদের কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (রাজিবপুর আমলি) নেওয়া হলে প্রধান অভিযুক্ত জয়নাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আসামিদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।’ 

আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুই আসামিকে রোববার রাজিবপুর আমলি আদালতে নেওয়া হলে, জয়নাল আবেদীন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব মিয়া আসামির জবানবন্দি নথিভুক্ত করেন। পরে আসামি জয়নাল আবেদীন ও আলম মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

এর আগে চর রাজিবপুর উপজেলায় পাওনা টাকা আদায়ের নামে দিনের পর দিন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় স্বামীসহ মামলা করতে গেলেও থানায় ঢুকতে না পেরে ফিরে যান তারা। স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চেয়েও না পেয়ে, ক্ষোভ আর অভিমানে বিষপান করেন ওই দম্পতি। পরে ওই গৃহবধূর মৃত্যু হয়। 
 

গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে থানা-পুলিশ। বিষপানের ৭ দিন পর নিহতের মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। 

এ ঘটনায় মূল অভিযুক্ত জয়নাল কসাই ও তাঁর এক সহযোগী আলম কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপর দুই আসামি শুক্কুর আলী ও সোলায়মান এখনো পলাতক রয়েছেন। আসামিরা সবাই পেশায় কসাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই নিয়ে ফেসবুকে পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

ভালো নেই ওয়েল গ্রুপ

গাজায় ইসরায়েলি ‘গণহত্যায়’ সহযোগিতা করছে যেসব বহুজাতিক কোম্পানি

বিএনপির অনুষ্ঠানে সাংবাদিককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা, প্রতিবাদ জানালেন ফখরুল

৪০ ঘণ্টার যানজটে ৩ জনের মৃত্যু, সড়ক কর্তৃপক্ষের প্রশ্ন ‘মানুষ এত তাড়াতাড়ি বেরোয় কেন?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত