Ajker Patrika

জুলাই নিয়ে ফেসবুকে পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৫, ২৩: ৫৬
সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পুলিশ সদস্যের করা আপত্তিকর পোস্টের প্রতিবাদে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পুলিশ লাইনসের সামনে তাঁরা বিক্ষোভ করেন।

তাঁদের দাবি, যতক্ষণ পর্যন্ত ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত মহাসড়ক থেকে ছেড়ে যাবেন না তাঁরা।

ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা পুলিশ লাইনসের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। তাঁরা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এ সময় সড়কের উভয় পাশে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে।

জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান জানান, কুষ্টিয়া ট্রাফিক পুলিশের এক সদস্য ফারজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর আইডিতে জুলাই নিয়ে খুবই আপত্তিকর শব্দ ব্যবহার করে পোস্ট করেছেন। বিষয়টি নজরে আসার পর তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে।

ফেসবুক পোষ্ট
ফেসবুক পোষ্ট

মোস্তাফিজুর রহমান আরও বলেন, এই জুলাইয়ে গত বছর কুষ্টিয়ায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে। সেই আওয়ামী লীগের দোসর হয়ে পুলিশ এই জুলাইয়ে আবার জুলাই নিয়ে আপত্তিকর কথা লিখছে। পুলিশ এখনো সংশোধন হয়নি। তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে।

রাত সাড়ে ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ বিক্ষোভ চলছিল। এদিকে রাত ১০টার কিছু সময় আগে জেলা পুলিশ ফেসবুকে একটি পোস্ট করে।

তাতে লেখা রয়েছে, ‘জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় জেলা পুলিশ ট্রাফিকে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে পুলিশ লাইসেন্স সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ইতিমধ্যেই জেলা পুলিশ কুষ্টিয়ার পুলিশ লাইনসহ সকল ইউনিটে জুলাই অভ্যুত্থানবিরোধী ও রাষ্ট্রবিরোধী সংক্রান্তে কোনো মন্তব্য পোস্ট না করার জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে রাত ১০টার দিকে ফারজুল ইসলাম নামের ওই পুলিশ সদস্য তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দাবি করেন, সকাল থেকে তাঁর ব্যবহৃত ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত