Ajker Patrika

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

সিলেট প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিলেটের করোনা বিশেষায়িত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তির বয়স ৮০ বছর। তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মিজানুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই রোগী অ্যাজমা, শ্বাসকষ্ট ও কিডনির সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। করোনা ধরা পড়ায় গত ২১ জুন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি গত রাতে মারা যান। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ২৬ জুন সন্ধ্যায় একই হাসপাতালে করোনায় আক্রান্ত আরেক ব্যক্তি মারা যান। এ নিয়ে সিলেটে করোনায় দুজনের মৃত্যু হলো।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত