Ajker Patrika

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২১: ৫৮
রাজশাহী নগরের পদ্মা পারিজাত এলাকার একটি আটতলা ভবন ঘেরাও করেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী নগরের পদ্মা পারিজাত এলাকার একটি আটতলা ভবন ঘেরাও করেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে গত বুধবার একটি ভবন ঘেরাও করা হয়। তবে অভিযোগ উঠেছে, রনিকে ধরার জন্য নয়, পারিবারিক বিরোধের জেরে ‘মব’ চালিয়ে সেখানে লুটপাট চালানো হয়েছে। এর জেরে থানায় মামলা করেছেন এক নারী।

গত বুধবার দুপুরে রাজশাহী নগরের পদ্মা পারিজাত এলাকার একটি আটতলা ভবন ঘেরাও করেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। সেখানে উপস্থিত নেতা-কর্মীরা দাবি করেন, এ ভবনেই আছেন নগর যুবলীগের সাধারণ সম্পাদক।

ভবনটির মালিক জাবেদ আক্তার বেবীর স্ত্রী হাবিবা আক্তার নগরের চন্দ্রিমা থানায় একটি মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর ফ্ল্যাট থেকে ২ লাখ টাকা ও ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহমুদ হাসান শিশিলকে। কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে এতে আসামি করা হয়।

নেপথ্যে যা আছে

মামলার বাদী হাবিবা আক্তার দাবি করেন, তাঁর জামাতা মেহেদী হাসান সিজারের আপন ভাই মাহমুদ হাসান শিশিল। সম্পদের বণ্টন নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। সিজার শ্বশুরবাড়িতে থাকতে পারেন—এমন সন্দেহে ‘মব’ সৃষ্টি করা হয়েছিল। ঘটনা ভিন্ন খাতে নিতে যুবলীগ নেতা রনিকে ধরার অভিযান বলে প্রচার করা হয়।

এ নিয়ে কথা হয় মেহেদী হাসান সিজারের সঙ্গেও। তিনি বলেন, ‘যুবলীগ নেতা-টেতা কোনো বিষয় নয়। প্রকৃতপক্ষে মব তৈরি করে তারা আমাদের ভয় দেখাতে চাইছিল। এর নেপথ্যে আমারই ভাই।’

এদিকে গত বুধবার ভবনটি ঘেরাওয়ের পর পুলিশ যাওয়ার আগেই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা হাবিবা আক্তারের ফ্ল্যাটে তল্লাশি চালান। অভিযোগ, এ সময় লুটপাটের ঘটনা ঘটে। এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, বাড়ি ঘেরাও এবং ভেতরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করার অভিযোগে মামলা করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যুবলীগ নেতা রনিকে ‘ধরা’র ঘটনা সে সময় ফেসবুকে প্রচার করা হয়। তা নজরে আসে রনির। সূত্র জানিয়েছে, এ নিয়ে ঘটনাস্থলে থাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোর সঙ্গে কথা বলেন রনি। মোবাইলে কল করে রনি দাবি করেন, তিনি ‘অনেক দূরে’ আছেন। সময় হলে নিজেই আসবেন। এরপর রনিকে ধরার ওই অভিযান শেষ করে পুলিশ।

এ বিষয়ে মাহমুদ হাসান শিশিল বলেন, ‘আমার ভাই আওয়ামী লীগ আমলে আমাকে নানাভাবে হেনস্তা করেছেন। তাঁর সঙ্গে যুবলীগ নেতা রনিরও সম্পর্ক আছে। তা না হলে রনি কেন যুবদল নেতা ডিকোকে ফোন করলেন? তাঁরা সবাই মিলে আমাকে এখন মামলা দিয়ে ফাঁসাচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত