Ajker Patrika

গরুবাহী চলন্ত ভটভটি ভেঙে দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৬ 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধার সুন্দরগঞ্জে গরুবাহী ভটভটির ইঞ্জিন ও বডি ভেঙে খাদেম হোসেন (৫৩) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনী বাইপাস মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদেম হোসেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর সীচা গ্রামের মৃত খেতাব উদ্দিনের ছেলে। তবে এখনো আহতদের নাম জানা যায়নি। তবে তারা বিভিন্ন স্থানে প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। 

স্থানীয়রা জানায়, সীচা গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী গরুবাহী ভটভটিযোগে রংপুরের শঠিবাড়ী হাট থেকে ১৩টি গরু কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনার সময় ধুবনী বাইপাস মোড় এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে ওই ভটভটির ইঞ্জিন ও বডির সংযোগ অংশ ভেঙে যায়। এতে গরুসহ ব্যবসায়ীরা বিক্ষিপ্ত অবস্থায় সড়কে পড়ে গেলে ঘটনাস্থলেই খাদেম হোসেনের মৃত্যু হয়। সেই সঙ্গে গুরুতর আহত হন আরও ৬ গরু ব্যবসায়ী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এখনো তাদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গরুবাহী ভটভটি ভেঙে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। তবে আহতদের নাম জানা যায়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত