Ajker Patrika

ডাম্পট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে গৃহবধূ নিহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৩: ৫৯
ডাম্পট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে গৃহবধূ নিহত

দিনাজপুরের খানসামায় ডাম্পট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নাজমা বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা নাজমা বেগমের দুই বছরের শিশু আহত হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কে উপজেলার টংগুয়া দলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে দুর্ঘটনায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ডাম্পট্রাক বন্ধের দাবিতে ঘণ্টাখানেক সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পরে প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও পুলিশের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়। 

নিহত নাজমা বেগম রংপুরের গঙ্গাচড়া মর্নেয়া ইউনিয়নের মো. মনিরুল ইসলামের স্ত্রী এবং দিনাজপুর জেলার বীরগঞ্জের লাটেরহাটের নওশের আলির মেয়ে। 

নিহতের পরিবার, থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম তাঁর স্ত্রী, সন্তানসহ চারজন মোটরসাইকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণিয়া থেকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাটে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে খানসামা উপজেলার টংগুয়া দলবাড়ী স্থানে ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেলের চার আরোহীর দুজন ছিটকে রাস্তার পাশে পড়ে যায় এবং ডাম্পট্রাকের চাকা গৃহবধূর মাথার ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ মারা যান। পরে ডাম্পট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়রা দ্রুত গুরুতর আহত ওই দম্পতির শিশুসন্তান শান্তকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন ও এক শিশু চিকিৎসাধীন রয়েছে। মোটরযান আইনে মামলা গ্রহণ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত