Ajker Patrika

নীলফামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নীলফামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলা শহরের কুখাপাড়া গ্রামে এক খালের পাশে এ ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে জেলা সদরের ঢেলাপীর বাজারের একটি মসজিদের সামনে থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। 

নিহত অটোরিকশা চালকের নাম ছাপিনুর রহমান (৫৫)। তিনি জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা পশ্চিমপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যাত্রীবেশে ভাড়ায় ছাপিনুর রহমানের অটোরিকশায় উঠে ছিনতাইকারীরা। এরপর শহর থেকে নির্জন ওই এলাকায় নিয়ে চালকের গলাকেটে অটোরিকশাটি নিয়ে চলে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাপিনুর রহমানকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

এ ঘটনায় ছাপিনুর রহমানের ছেলে রশিদুল ইসলাম (২৮) বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে আজ সোমবার দুপুরে জেলা সদরের ঢেলাপীর বাজারের একটি মসজিদের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার হয়। আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত