Ajker Patrika

রংপুরে সমাবেশস্থলে মৃত বিএনপি নেতার দাফন সম্পন্ন

বীরগঞ্জ ও দিনাজপুর প্রতিনিধি 
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১২: ৪২
রংপুরে সমাবেশস্থলে মৃত বিএনপি নেতার দাফন সম্পন্ন

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে মারা যাওয়া নেতা মোস্তাফিজুর রহমানের (৫০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাহারোল উপজেলার পৌরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

মৃতের ভাই মোফাজ্জল হোসেন জানান, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান। রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে গিয়ে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে মারা যান তিনি। আজ তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কাহারোল উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি আব্দুল মালেক সরকার, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপি নেতা আখতারুজ্জামান মিয়া, পিনাক চৌধুরী, খালেকুজ্জামান বাবু, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, কাহারোল থানা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক শামিম আলীসহ অন্য নেতা-কর্মীরা।

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সমাবেশস্থলেই মারা যান মোস্তাফিজুর রহমান। তিনি মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের মৃত আক্তার হোসেনের বড় ছেলে। দিনাজপুর জেলার কাহারোল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে তিনি উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত