Ajker Patrika

পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে আহসান (৫) ও বায়জিত (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামের সুজন মিয়ার পুকুরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। 
 
নিহত আহসান উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বায়জিত হোসেন খামার ধুবনী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। 

শান্তিরাম ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সময় ফুপাতো ভাই আহসানকে সঙ্গে নিয়ে মামাতো ভাই বায়জিত পুকুরে গোসল করতে নামে। এরই একপর্যায়ে বায়জিত পুকুরের মাঝখানে চলে যায়। আহসান তাকে বাঁচাতে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে অন্যান্য শিশুরা এটি দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত