Ajker Patrika

৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু 

প্রতিনিধি, দিনাজপুর
Thumbnail image

দীর্ঘ ৮ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ভারত থেকে একটি ট্রাকে প্রায় ১৩ টন কাঁচামরিচ আমদানি করা হয়। 

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। যার কারণে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা অধিক পরিমাণ কাঁচা মরিচ আমদানির জন্য এলসি করেছেন। আমদানি করা কাঁচামরিচ দেশে আসতে শুরু করায় খুচরা ও পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে। 

আমদানিকারকরা আরও বলেন, আমদানির খবরে হিলির খুচরা ও পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্পদিনের মধ্যে দাম আরও কমে যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত