Ajker Patrika

জাতীয় অভিযোজন কর্মসূচি প্রণয়নে লালমনিরহাটে পরামর্শ কর্মশালা  

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০২: ৪৬
জাতীয় অভিযোজন কর্মসূচি প্রণয়নে লালমনিরহাটে পরামর্শ কর্মশালা  

জাতীয় অভিযোজন কর্মসূচি (এনএপি) প্রণয়নের লক্ষ্যে লালমনিরহাটে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়, সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে। রোববার (১৯ সেপ্টেম্বর) লালমনিরহাটের ডিসি অফিসের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  ইউএনডিপির বাংলাদেশ অফিস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় অভিযোজন কর্মসূচি প্রজেক্টের পরিচালক মো. মিজানুল হক চৌধুরী। এ ছাড়া লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা এবং পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কর্মশালার সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর। 
     
চলতি বছরের এপ্রিলে লালমনিরহাট জেলায় দাবদাহ দেখা যায়। এর ফলে সেখানে কৃষিকাজে বাধা সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েন সীমিত আয়ের মানুষেরা। কারণ তাঁরা পর্যাপ্ত ফসল না পাওয়ায় তা বিক্রি করতে পারেননি।  
  
জাতীয় অভিযোজন কর্মসূচি  প্রণয়ন কেন বাংলাদেশের জন্য প্রয়োজন তা নিয়ে কর্মশালায় আলোচনা করেন ইউএনডিপির কর্মসূচি বিশেষজ্ঞ আরিফ এম ফয়সাল।

লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, জলবায়ু পরিবর্তন যেসব কারণে ঘটছে এর জন্য মানুষই দায়ী। এ জন্য আমাদের গাছ কাটার মতো আত্ম ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। 
 
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, দুঃখের বিষয়, আমাদের বনায়নের জন্য পর্যাপ্ত খাস জমি নেই। সুতরাং, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, নদীর তীর এবং রাস্তার ধারে সামাজিক বনায়ন কর্মসূচির ওপর জোর দিতে হবে এবং একই সঙ্গে কার্বন ডাই অক্সাইড এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ওপর কাজ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত