নিজস্ব প্রতিবেদক
জাতীয় অভিযোজন কর্মসূচি (এনএপি) প্রণয়নের লক্ষ্যে লালমনিরহাটে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়, সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে। রোববার (১৯ সেপ্টেম্বর) লালমনিরহাটের ডিসি অফিসের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনডিপির বাংলাদেশ অফিস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় অভিযোজন কর্মসূচি প্রজেক্টের পরিচালক মো. মিজানুল হক চৌধুরী। এ ছাড়া লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা এবং পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালার সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর।
চলতি বছরের এপ্রিলে লালমনিরহাট জেলায় দাবদাহ দেখা যায়। এর ফলে সেখানে কৃষিকাজে বাধা সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েন সীমিত আয়ের মানুষেরা। কারণ তাঁরা পর্যাপ্ত ফসল না পাওয়ায় তা বিক্রি করতে পারেননি।
জাতীয় অভিযোজন কর্মসূচি প্রণয়ন কেন বাংলাদেশের জন্য প্রয়োজন তা নিয়ে কর্মশালায় আলোচনা করেন ইউএনডিপির কর্মসূচি বিশেষজ্ঞ আরিফ এম ফয়সাল।
লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, জলবায়ু পরিবর্তন যেসব কারণে ঘটছে এর জন্য মানুষই দায়ী। এ জন্য আমাদের গাছ কাটার মতো আত্ম ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, দুঃখের বিষয়, আমাদের বনায়নের জন্য পর্যাপ্ত খাস জমি নেই। সুতরাং, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, নদীর তীর এবং রাস্তার ধারে সামাজিক বনায়ন কর্মসূচির ওপর জোর দিতে হবে এবং একই সঙ্গে কার্বন ডাই অক্সাইড এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ওপর কাজ করতে হবে।
জাতীয় অভিযোজন কর্মসূচি (এনএপি) প্রণয়নের লক্ষ্যে লালমনিরহাটে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়, সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে। রোববার (১৯ সেপ্টেম্বর) লালমনিরহাটের ডিসি অফিসের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনডিপির বাংলাদেশ অফিস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় অভিযোজন কর্মসূচি প্রজেক্টের পরিচালক মো. মিজানুল হক চৌধুরী। এ ছাড়া লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা এবং পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালার সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর।
চলতি বছরের এপ্রিলে লালমনিরহাট জেলায় দাবদাহ দেখা যায়। এর ফলে সেখানে কৃষিকাজে বাধা সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েন সীমিত আয়ের মানুষেরা। কারণ তাঁরা পর্যাপ্ত ফসল না পাওয়ায় তা বিক্রি করতে পারেননি।
জাতীয় অভিযোজন কর্মসূচি প্রণয়ন কেন বাংলাদেশের জন্য প্রয়োজন তা নিয়ে কর্মশালায় আলোচনা করেন ইউএনডিপির কর্মসূচি বিশেষজ্ঞ আরিফ এম ফয়সাল।
লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, জলবায়ু পরিবর্তন যেসব কারণে ঘটছে এর জন্য মানুষই দায়ী। এ জন্য আমাদের গাছ কাটার মতো আত্ম ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, দুঃখের বিষয়, আমাদের বনায়নের জন্য পর্যাপ্ত খাস জমি নেই। সুতরাং, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, নদীর তীর এবং রাস্তার ধারে সামাজিক বনায়ন কর্মসূচির ওপর জোর দিতে হবে এবং একই সঙ্গে কার্বন ডাই অক্সাইড এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ওপর কাজ করতে হবে।
কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৩ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৪০ মিনিট আগে