Ajker Patrika

লালমনিরহাটে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি আহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪: ২৬
লালমনিরহাটে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে শাহ আলম নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। 

আহত শাহ আলম পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মুন্সির ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার রাত ১১টার দিকে সীমান্তের ৮৬৪ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের ৫০ গজ ভেতরে চার-পাঁচজন গরু পারাপারকারী প্রবেশ করেন। এ সময় বিএসএফের ১৬৯ রানীনগর ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন। এ সময় শাহ আলমের (৩২) ডান চোখের নিচে একটি রাবার বুলেট লাগে। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গীরা তাঁকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

৬১ বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার খাইরুল আলম বলেন, `আমরা এ ধরনের একটি খবর শুনেছি। সঠিক জানি না। কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি, বিএসএফও কিছু জানায়নি। সঠিক তথ্য জানার চেষ্টা করছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত