Ajker Patrika

রেলওয়ের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: মহাপরিচালক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
রেলওয়ের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: মহাপরিচালক

রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদার বলেছেন, ‘রেলওয়ের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। খুব শিগগিরই সৈয়দপুর কারখানার ভেতরে আরও একটি নতুন ক্যারেজ শপ নির্মাণকাজ শুরু হবে। এরই মধ্যে স্থান নির্বাচন করা হয়ে গেছে। অন্যান্য আনুষঙ্গিক কাজও শেষের পথে।’ 

আজ শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে উপস্থিত রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মহাপরিচালক আরও বলেন, ‘করোনাকালীন সৈয়দপুর রেলওয়ে কর্তৃপক্ষ কারখানা বগি মেরামতে যে সাফল্য দেখিয়েছে সত্যিই তা প্রশংসার দাবিদার। এ জন্য এখানকার শ্রমিক-কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘আশা করা হচ্ছে রেলওয়েতে জনবল সংকট আর থাকবে না। কেননা শূন্য পদগুলোতে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।’

এর আগে মহাপরিচালক নতুন কারখানার স্থানসহ রেলওয়ে কারখানাটি ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান, কার্যব্যবস্থাপক শেখ হাসানুজ্জামান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোখছেদুল মোমিন, রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) আহসান উদ্দীন, ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (কার্য) শরিফুল ইসলামসহ কারখানা ও ওপেন লাইন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত