Ajker Patrika

বড়পুকুরিয়া কয়লাখনির নতুন এমডি আবু তালেব ফরাজী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
আবু তালেব ফরাজী। ফাইল ছবি
আবু তালেব ফরাজী। ফাইল ছবি

দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেলেন মো. আবু তালেব ফরাজী। তিনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (মধ্যপাড়া পাথরখনির) (এমজিএমসিএল) পিইপিঅ্যান্ডএম বিভাগে মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) পদে কর্মরত।

রোববার (৩ আগস্ট) পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পিইপিঅ্যান্ডএম বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজীকে কাজের স্বার্থে সংস্থার আওতাধীন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব প্রদান করা হলো।

এ ক্ষেত্রে শর্তযুক্ত হবে যে এ চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা এবং তা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারও কোনো অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন করবে না। এ ছাড়া, চলতি দায়িত্ব প্রদানের পর ওই ব্যবস্থাপনা পরিচালক পদে কোনো কর্মকর্তা নিয়োগ/বদলি/পদোন্নতি/পদায়ন করা হলে মো. আবু তালেব ফরাজী তাঁর পূর্বতন পদ বা মূলপদ অর্থাৎ মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন। সে অনুযায়ী, তিনি বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে যোগদান করবেন।

এদিকে একই দিনে পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. সাইফুল ইসলাম সরকারকে কাজের স্বার্থে পেট্রোবাংলায় বদলিপূর্বক ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংস্থার পরিচালকের (অপারেশন অ্যান্ড মাইন্স) দপ্তরে সংযুক্ত করা হলো। সে অনুযায়ী, তিনি পেট্রোবাংলার পরিচালকের (অপারেশন অ্যান্ড মাইন্স) দপ্তরে যোগদান করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত