ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দেশের সেরা লিচু মানেই দিনাজপুরের লিচু। এই জেলার লিচু বেশ রসাল ও সুস্বাদু। জেলার ১৩টি উপজেলাতেই কমবেশি লিচুর চাষ হয়ে থাকে। বর্তমানে জেলায় জমে উঠেছে লিচুর বাজার। ফুলবাড়ী বাজারেও নানা জাতের লিচু উঠেছে। কিন্তু দাম আকাশছোঁয়া। ফলে সাধারণ ক্রেতারা ধারেকাছে ভিড়তে পারছেন না। বাজারে ১০০ চায়না-থ্রি জাতের লিচুর দাম ১ হাজার ৪০০ টাকা! অর্থাৎ একটি লিচুর দাম ১৪ টাকা। যা এক মণ ধানের দামের চেয়েও বেশি।
আজ সোমবার ফুলবাড়ী পৌর বাজারে প্রতি মণ মোটা ধান ৯০০ টাকা এবং চিকন ধান প্রতি মণ ১ হাজার ২০০ টাকা।
শহরের মৌসুমি ফল বিক্রেতা স্বপন ও হেলাল বলেন, ‘আমরা প্রতিবছর বাগান চুক্তিতে কিনে পরিচর্যা করি। তারপর সেখান থেকে ফল পেড়ে এনে বিক্রি করি। এ বছর অতিরিক্ত তাপপ্রবাহের কারণে লিচুর ফলন কম, তাই দামও বেশি। তাই ১০০টি বোম্বাই মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়, আর চায়না-থ্রি, গোলাপি লিচু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২০০ থেকে ১৪০০ টাকায়।’
তাঁরা আরও বলেন, লিচুর সময় শেষ হয়ে আসছে। এই বছর ফলন কম এবং সিজন শেষ হয়ে আসাতে লিচুর দাম এখন বাড়তির দিকে।
আজ ফুলবাড়ী পৌর বাজারের নিমতলা মোড়ে কথা হয় লিচু কিনতে আসা রেজওয়ানুল করিম ও গৃহবধূ শামিমা পারভিনের সঙ্গে। তাঁরা বলেন, ‘বাচ্চাদের আবদারে বাজারে লিচু কিনতে এসে যে দাম দেখছি, তাতে সামান্য লিচু কিনে বাড়ি ফিরে যাচ্ছি। এখন লিচুর মৌসুম, এখন এই ফল না খাওয়ালে কেমন হয়; তাই অল্প করে কিনলাম।’
এ সময় কথা হয় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের মোমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে ধান বিক্রি করতে আসছিলাম। মোটা ধান বিক্রি করলাম ১৮০০ টাকা বস্তা হিসেবে (দুই মণে এক বস্তা)। বাড়ির ছেলে-মেয়েদের জন্য মৌসুমি ফল লিচু কিনতে এসে আক্কেলগুড়ুম অবস্থা। কারণ, ভালো লিচু কিনতে গেলে এক হাজার টাকার নিচে হবে না। তাই চাহিদা মাফিক লিচু না কিনে অল্প কিছু লিচু নিয়ে বাড়ি ফিরছি।’
দেশের সেরা লিচু মানেই দিনাজপুরের লিচু। এই জেলার লিচু বেশ রসাল ও সুস্বাদু। জেলার ১৩টি উপজেলাতেই কমবেশি লিচুর চাষ হয়ে থাকে। বর্তমানে জেলায় জমে উঠেছে লিচুর বাজার। ফুলবাড়ী বাজারেও নানা জাতের লিচু উঠেছে। কিন্তু দাম আকাশছোঁয়া। ফলে সাধারণ ক্রেতারা ধারেকাছে ভিড়তে পারছেন না। বাজারে ১০০ চায়না-থ্রি জাতের লিচুর দাম ১ হাজার ৪০০ টাকা! অর্থাৎ একটি লিচুর দাম ১৪ টাকা। যা এক মণ ধানের দামের চেয়েও বেশি।
আজ সোমবার ফুলবাড়ী পৌর বাজারে প্রতি মণ মোটা ধান ৯০০ টাকা এবং চিকন ধান প্রতি মণ ১ হাজার ২০০ টাকা।
শহরের মৌসুমি ফল বিক্রেতা স্বপন ও হেলাল বলেন, ‘আমরা প্রতিবছর বাগান চুক্তিতে কিনে পরিচর্যা করি। তারপর সেখান থেকে ফল পেড়ে এনে বিক্রি করি। এ বছর অতিরিক্ত তাপপ্রবাহের কারণে লিচুর ফলন কম, তাই দামও বেশি। তাই ১০০টি বোম্বাই মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়, আর চায়না-থ্রি, গোলাপি লিচু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২০০ থেকে ১৪০০ টাকায়।’
তাঁরা আরও বলেন, লিচুর সময় শেষ হয়ে আসছে। এই বছর ফলন কম এবং সিজন শেষ হয়ে আসাতে লিচুর দাম এখন বাড়তির দিকে।
আজ ফুলবাড়ী পৌর বাজারের নিমতলা মোড়ে কথা হয় লিচু কিনতে আসা রেজওয়ানুল করিম ও গৃহবধূ শামিমা পারভিনের সঙ্গে। তাঁরা বলেন, ‘বাচ্চাদের আবদারে বাজারে লিচু কিনতে এসে যে দাম দেখছি, তাতে সামান্য লিচু কিনে বাড়ি ফিরে যাচ্ছি। এখন লিচুর মৌসুম, এখন এই ফল না খাওয়ালে কেমন হয়; তাই অল্প করে কিনলাম।’
এ সময় কথা হয় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের মোমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে ধান বিক্রি করতে আসছিলাম। মোটা ধান বিক্রি করলাম ১৮০০ টাকা বস্তা হিসেবে (দুই মণে এক বস্তা)। বাড়ির ছেলে-মেয়েদের জন্য মৌসুমি ফল লিচু কিনতে এসে আক্কেলগুড়ুম অবস্থা। কারণ, ভালো লিচু কিনতে গেলে এক হাজার টাকার নিচে হবে না। তাই চাহিদা মাফিক লিচু না কিনে অল্প কিছু লিচু নিয়ে বাড়ি ফিরছি।’
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
২৯ মিনিট আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
৩৭ মিনিট আগেনাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ বুধবার সকালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।
১ ঘণ্টা আগেহায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
২ ঘণ্টা আগে