Ajker Patrika

রাজশাহীতে ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মনিরুল ইসলাম ওরফে লিটন। ছবি: সংগৃহীত
মনিরুল ইসলাম ওরফে লিটন। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁর নাম মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২)। বাঘার নারায়ণপুর গ্রামে তাঁর বাড়ি। মঙ্গলবার দুপুরে বাঘার চক নারায়ণপুর পালপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর সিপিএসসির একটি দল।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর বাঘা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত