Ajker Patrika

মাকে সঙ্গে নিয়ে পুরস্কার নিলেন জেলার সেরা করদাতা রাজু কুমার গুপ্ত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫৮
মাকে সঙ্গে নিয়ে পুরস্কার নিলেন জেলার সেরা করদাতা রাজু কুমার গুপ্ত

দিনাজপুর জেলার সর্বোচ্চ আয়কর দাতা নির্বাচিত হয়েছেন ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত। 

আজ বুধবার দুপুরে রংপুর শহরের বিনোদন কেন্দ্র চিকলী ওয়াটার পার্কের কনভেনশন হলে সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন রাজু কুমার গুপ্তা ও তাঁর মা শান্তি দেবী। 

সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। 

রংপুর অঞ্চলের কর কমিশনার শাহিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রংপুরের কমিশনার ড. নাহিদা ফরিদী, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. রেজাউল ইসলাম মিলন ও রংপুর ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসি (পলি)।

‘জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা-২০০৮’ অনুযায়ী ২০২২-২৩ বছরে কর অঞ্চল-রংপুরের অধিক্ষেত্রাধীন রংপুর সিটি করপোরেশনসহ রংপুর বিভাগের সাতটি জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারীর মধ্যে ফুলবাড়ী গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্তসহ মোট ৫৬ জন করদাতাকে ক্রেস্ট, পরিচিতি কার্ড এবং সম্মাননা সনদ প্রদান করা হয়। 

এদিকে ফুলবাড়ী গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত জেলার সেরা আয়কর দাতা ও তাঁর ছোট ভাই গুপ্তা প্লাইউডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ গুপ্তা জেলার সর্বোচ্চ ভ্যাটদাতা নির্বাচিত হওয়ায় গুপ্তা প্লাইউডের ব্যাপক প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত