নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অডিটরদের খুশি করতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের ইনচার্জদের কাছ থেকে চাঁদা তোলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা আজ বৃহস্পতিবার থেকেই এ বিষয়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ।
রামেক হাসপাতালের এই কেলেঙ্কারির ঘটনা নিয়ে ‘রামেক হাসপাতাল: অডিটরদের খুশি করতে ওয়ার্ড ইনচার্জদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ বলেন, ‘তদন্ত কমিটিকে সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা তদন্ত করে তার কাছে প্রতিবেদন দেবে। তদন্তে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এই কাজে সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এর আগে গত রোববার (২১ এপ্রিল) স্বাস্থ্য অডিট অধিদপ্তরের তিন কর্মকর্তা হাসপাতালটিতে নিরীক্ষায় আসেন। কাজ শেষে মঙ্গলবার তাঁরা ফিরে যান। এই অডিটরদের খুশি করার নামে হাসপাতালের ৫৭টি ওয়ার্ডের ইনচার্জের কাছ থেকে মাথা পিছু ১ হাজার ২০০ টাকা করে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
হাসপাতালের ওয়ার্ডগুলোয় নার্সিং কর্মকর্তারা ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
হাসপাতালের কয়েকজন ওয়ার্ড ইনচার্জ জানিয়েছেন, হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সুফিয়া খাতুন ও নার্সিং সুপারভাইজার ময়েজ উদ্দিন নার্সিং অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কামরুন্নাহার পান্নার মাধ্যমে এই চাঁদা তুলেছেন। এই টাকা আসলেই অডিটরদের দেওয়া হয়েছে, নাকি ওই তিন কর্মকর্তা নিজেরাই আত্মসাৎ করেছেন তা তাঁরা জানেন না।
নার্সিং সুপারভাইজার ময়েজ উদ্দিন ওয়ার্ড ইনচার্জ ও নার্সদের ফোন করে চাঁদা দিতে বলছেন, এমন একাধিক অডিও রেকর্ডও ফাঁস হয়েছে। এতে তাঁকে বলতে শোনা যায়, ‘অডিটররা কিছু চাচ্ছে।’ তবে হাসপাতালটিতে অডিট করতে আসা স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘অডিটে গিয়ে আমরা কোন টাকা-পয়সা নিইনি।’
অডিটরদের খুশি করতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের ইনচার্জদের কাছ থেকে চাঁদা তোলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা আজ বৃহস্পতিবার থেকেই এ বিষয়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ।
রামেক হাসপাতালের এই কেলেঙ্কারির ঘটনা নিয়ে ‘রামেক হাসপাতাল: অডিটরদের খুশি করতে ওয়ার্ড ইনচার্জদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ বলেন, ‘তদন্ত কমিটিকে সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা তদন্ত করে তার কাছে প্রতিবেদন দেবে। তদন্তে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এই কাজে সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এর আগে গত রোববার (২১ এপ্রিল) স্বাস্থ্য অডিট অধিদপ্তরের তিন কর্মকর্তা হাসপাতালটিতে নিরীক্ষায় আসেন। কাজ শেষে মঙ্গলবার তাঁরা ফিরে যান। এই অডিটরদের খুশি করার নামে হাসপাতালের ৫৭টি ওয়ার্ডের ইনচার্জের কাছ থেকে মাথা পিছু ১ হাজার ২০০ টাকা করে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
হাসপাতালের ওয়ার্ডগুলোয় নার্সিং কর্মকর্তারা ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
হাসপাতালের কয়েকজন ওয়ার্ড ইনচার্জ জানিয়েছেন, হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সুফিয়া খাতুন ও নার্সিং সুপারভাইজার ময়েজ উদ্দিন নার্সিং অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কামরুন্নাহার পান্নার মাধ্যমে এই চাঁদা তুলেছেন। এই টাকা আসলেই অডিটরদের দেওয়া হয়েছে, নাকি ওই তিন কর্মকর্তা নিজেরাই আত্মসাৎ করেছেন তা তাঁরা জানেন না।
নার্সিং সুপারভাইজার ময়েজ উদ্দিন ওয়ার্ড ইনচার্জ ও নার্সদের ফোন করে চাঁদা দিতে বলছেন, এমন একাধিক অডিও রেকর্ডও ফাঁস হয়েছে। এতে তাঁকে বলতে শোনা যায়, ‘অডিটররা কিছু চাচ্ছে।’ তবে হাসপাতালটিতে অডিট করতে আসা স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘অডিটে গিয়ে আমরা কোন টাকা-পয়সা নিইনি।’
নরসিংদীতে দুটি বাজারে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজার ও মনোহরদী উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে দুলালপুর ইউনিয়নের
১০ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও জুলাই আন্দোলনের স্মরণে প্রশ্ন করা হয়েছে।
১৬ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে ঘাস দিয়ে ঢাকা এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। পুলিশ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা পূর্বপাড়া থেকে লাশটি উদ্ধার করে। নিহত নারীর নাম আমিনা বেগম (৪৫)। তিনি ওই এলাকার সৌদি আরবপ্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।
১৮ মিনিট আগেরাজধানীর কামরাঙ্গীরচরে চকলেট খাওয়ানোর কথা বলে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
২৫ মিনিট আগে