রাজশাহী প্রতিনিধি
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের গ্রাহকদের সঙ্গে ঝগড়া–ফ্যাসাদে না জড়িয়ে ধৈর্যশীল হতে বলেছেন রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল। তিনি বলেছেন, ‘বিদ্যুৎ সংকট নিয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনা থাকতে পারে। তাই বিদ্যুৎ বিভাগের যেসব কর্মকর্তা গ্রাহক পর্যায়ে যান তাঁদের ধৈর্যশীল হতে হবে। তাঁরা যেন গ্রাহকদের সঙ্গে উত্তেজিত না হন। ঝগড়া-ফ্যাসাদ না করেন। সুযোগ হলে তাঁরা গ্রাহকদের সমস্যার কথা বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু কোনোভাবেই ফ্যাসাদে জড়াবেন না।’
রাজশাহী জেলায় কখনো প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা থেকে ৭ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। শহরে মোটামুটি সময়সূচি মানা হলেও সংকটের কারণে লোডশেডিংয়ে ভোগান্তি সবচেয়ে বেশি গ্রামে। বিদ্যুতের ঘাটতি থাকায় ওয়েবসাইটে প্রকাশ করা লোডশেডিংয়ের সময়সূচিও ঠিক রাখা যাচ্ছে না।
চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় নর্দান ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড ও পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। আজ শুক্রবার সকালে সার্কিট হাউসে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল।
সভায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, রাজশাহীতে দৈনিক চাহিদার ১০ থেকে ১২ ভাগ লোডশেডিং করার কথা। বাস্তবে এর চেয়েও বেশি লোডশেডিং হচ্ছে। নেসকো ও পল্লি বিদ্যুতের চাহিদার ঘাটতি থাকছে ২৫ ভাগের বেশি। তাই লোডশেডিংয়ের যে সময়সূচি প্রকাশ করা হয়েছে তা মানা সম্ভব হচ্ছে না।
তাঁরা আরও জানান, শিল্পাঞ্চলে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখতে বলা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বিদ্যুৎ সব সময় রাখতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যতটা সম্ভব কম লোডশেডিং করা হচ্ছে। শুধু কল-কারখানার জন্য আলাদা বিদ্যুতের সঞ্চালন লাইন না থাকায় শিল্প এলাকায় এটা মানা সম্ভব হচ্ছে না। এর ফলে কোনো এলাকায় লোডশেডিং করতে হলে সেই এলাকার শিল্প-কারখানাতেও সংযোগ বন্ধ হয়ে যাচ্ছে। এ নিয়ে কারখানার মালিকেরা অভিযোগ করছেন। তবে বৈশ্বিক সংকটের বিষয়টি সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। তাঁরা লোডশেডিং মেনে নিয়েছেন। গ্রাহকদের পক্ষ থেকে কোনো হুমকি নেই।
সভায় জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে রাত ৮টার মধ্যেই যেন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয় সে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। এ ব্যাপারে আরও কঠোর হবে জেলা প্রশাসন।’ বিদ্যুতের আলাদা সঞ্চালন লাইন নিয়ে জেলা প্রশাসক বলেন, ‘সাধারণ গ্রাহক ও শিল্প-কারখানার জন্য বিদ্যুতের আলাদা সঞ্চালন লাইন করতে পারলে ভালো হতো। তাহলে এমন হতো যে—একটা বাটন চাপ দিলেই সাধারণ গ্রাহকদের সংযোগ বন্ধ থাকবে। আবার এক বাটনেই শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ যাবে। এখন না হলেও ভবিষ্যতে বিদ্যুৎ বিভাগকে এমন পরিকল্পনা নিয়েই কাজ করতে হবে।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক ছানোয়ার হোসেন, নেসকোর নির্বাহী পরিচালক (অর্থ) এবং ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) গোলাম আহমেদ, বিতরণ জোনের প্রধান প্রকৌশলী আবদুর রশিদ, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামান প্রমুখ।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের গ্রাহকদের সঙ্গে ঝগড়া–ফ্যাসাদে না জড়িয়ে ধৈর্যশীল হতে বলেছেন রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল। তিনি বলেছেন, ‘বিদ্যুৎ সংকট নিয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনা থাকতে পারে। তাই বিদ্যুৎ বিভাগের যেসব কর্মকর্তা গ্রাহক পর্যায়ে যান তাঁদের ধৈর্যশীল হতে হবে। তাঁরা যেন গ্রাহকদের সঙ্গে উত্তেজিত না হন। ঝগড়া-ফ্যাসাদ না করেন। সুযোগ হলে তাঁরা গ্রাহকদের সমস্যার কথা বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু কোনোভাবেই ফ্যাসাদে জড়াবেন না।’
রাজশাহী জেলায় কখনো প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা থেকে ৭ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। শহরে মোটামুটি সময়সূচি মানা হলেও সংকটের কারণে লোডশেডিংয়ে ভোগান্তি সবচেয়ে বেশি গ্রামে। বিদ্যুতের ঘাটতি থাকায় ওয়েবসাইটে প্রকাশ করা লোডশেডিংয়ের সময়সূচিও ঠিক রাখা যাচ্ছে না।
চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় নর্দান ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড ও পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। আজ শুক্রবার সকালে সার্কিট হাউসে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল।
সভায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, রাজশাহীতে দৈনিক চাহিদার ১০ থেকে ১২ ভাগ লোডশেডিং করার কথা। বাস্তবে এর চেয়েও বেশি লোডশেডিং হচ্ছে। নেসকো ও পল্লি বিদ্যুতের চাহিদার ঘাটতি থাকছে ২৫ ভাগের বেশি। তাই লোডশেডিংয়ের যে সময়সূচি প্রকাশ করা হয়েছে তা মানা সম্ভব হচ্ছে না।
তাঁরা আরও জানান, শিল্পাঞ্চলে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখতে বলা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বিদ্যুৎ সব সময় রাখতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যতটা সম্ভব কম লোডশেডিং করা হচ্ছে। শুধু কল-কারখানার জন্য আলাদা বিদ্যুতের সঞ্চালন লাইন না থাকায় শিল্প এলাকায় এটা মানা সম্ভব হচ্ছে না। এর ফলে কোনো এলাকায় লোডশেডিং করতে হলে সেই এলাকার শিল্প-কারখানাতেও সংযোগ বন্ধ হয়ে যাচ্ছে। এ নিয়ে কারখানার মালিকেরা অভিযোগ করছেন। তবে বৈশ্বিক সংকটের বিষয়টি সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। তাঁরা লোডশেডিং মেনে নিয়েছেন। গ্রাহকদের পক্ষ থেকে কোনো হুমকি নেই।
সভায় জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে রাত ৮টার মধ্যেই যেন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয় সে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। এ ব্যাপারে আরও কঠোর হবে জেলা প্রশাসন।’ বিদ্যুতের আলাদা সঞ্চালন লাইন নিয়ে জেলা প্রশাসক বলেন, ‘সাধারণ গ্রাহক ও শিল্প-কারখানার জন্য বিদ্যুতের আলাদা সঞ্চালন লাইন করতে পারলে ভালো হতো। তাহলে এমন হতো যে—একটা বাটন চাপ দিলেই সাধারণ গ্রাহকদের সংযোগ বন্ধ থাকবে। আবার এক বাটনেই শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ যাবে। এখন না হলেও ভবিষ্যতে বিদ্যুৎ বিভাগকে এমন পরিকল্পনা নিয়েই কাজ করতে হবে।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক ছানোয়ার হোসেন, নেসকোর নির্বাহী পরিচালক (অর্থ) এবং ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) গোলাম আহমেদ, বিতরণ জোনের প্রধান প্রকৌশলী আবদুর রশিদ, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামান প্রমুখ।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৫ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৫ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৫ ঘণ্টা আগে