Ajker Patrika

‘কালা সম্রাট' কে নিয়ে দুশ্চিন্তায় কালাইয়ের আমিরুল

প্রতিনিধি, কালাই (জয়পুরহাট)
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৩: ৪৮
‘কালা সম্রাট' কে নিয়ে দুশ্চিন্তায় কালাইয়ের আমিরুল

৩০ মণ ওজনের ষাঁড়ের নাম ‘কালা সম্রাট'। কালাই উপজেলায় এটি সবচেয়ে বড় গরু বলে জানা যায়। কালো রঙের এ ষাঁড়টিকে দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকে ছুটে আসছেন মানুষ। কিন্তু সেই কালা সম্রাটকে নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন জয়পুরহাটের কালাই পৌরসভার দুরুন্জ মধ্যপাড়ার আমিরুল ইসলাম (৪০)। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচজনের সংসার বর্গা চাষি আমিরুল ইসলামের। মাটির তৈরি দেয়াল আর টিনের ছাউনি ঘরে বসবাস তাঁদের। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, কখনো তিনি দিনমজুর, কখনো কৃষিকাজ করেন। আর্থিক সচ্ছলতার আশায়, শখের বশে গরু পালন করেছেন। তাঁর খামারে কালা সম্রাট ছাড়াও বিক্রির জন্য আছে ৮ মণ ওজনের গাভি কালা মায়া। কালা সম্রাটের দাম হাঁকিয়েছেন ১০ লাখ এবং গাভি কালা মায়াকে ৩ লাখ টাকায়। দরদামে হয়ে গেলে তিনি ষাঁড় ও গাভিকে বিক্রি করে দেবেন বলে জানান। 

আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, `আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। পৈতৃক সম্পদ বলতে বাড়ির ভিটা ছাড়া কিছুই নাই, শুধু গরু কোনাই সম্বল। এই গরু পালন করতে অনেক ধার দেনা করতে হইছে। সামনে কোরবানির ঈদ। এখনো গরু বেচতে পারি নাই। করোনা মহামারি আসি আমাদের জীবন শেষ করে দিছে। লকডাউনের জন্য বাহির থেকে কেউ গরু কিনতে আসছে না। অনেক বড় গরু হওয়ায় যাতায়াত খরচ বেশি দেখে বাইরে গরু নিয়ে যেতে পারছি না। গরু বেচতে না পারলে নিঃস্ব হয়ে যাওয়া লাগবে।' 

আমিরুল ইসলামের ভাষ্য, কালা সম্রাটের জন্ম তাঁর খামারেই। কালা সম্রাটের মা ছিল খামারে ফ্রিজিয়ান ক্রস জাতের গাভি। জন্ম ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে। প্রায় ৩ বছর বয়সী গরুটির ওজন এক হাজার ২০০ কেজি (৩০ মণ)। তিনি এবং তাঁর স্ত্রী মোরশেদা বেগম (৩৫) সকাল ও সন্ধ্যায় গরুটির পরিচর্যা করেছেন। কালা সম্রাটকে প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে। সরিষার খৈলের পাশাপাশি এক বস্তা ভুসি (৩৭ কেজি), ৫০ কেজি করে গমের আটা, ৩০ কেজি ভুট্টার আটা ভালো করে মিশিয়ে খাবার খাওয়ানো হয়। এর সঙ্গে খড় ও ঘাস খাওয়ানো হয়। এ ছাড়া কখনো কখনো বিচিকলা, কলা, আপেল, মাল্টা, কমলা খাওয়ানো হয়েছে বলে জানান তিনি। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. নুরজ্জামান আজকের পত্রিকাকে জানান, অনলাইন প্ল্যাটফর্মে কালাইয়ে কোরবানি যোগ্য গবাদি পশু তথ্যাদি প্রচার করছি। যা ক্রেতাদের করোনা কালীন সময়ে খামারিদের সঙ্গে যোগাযোগ করতে সহায়ক হবে। কালা সম্রাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গরুটি বিক্রয়ের জন্য অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি বিভিন্ন মিডিয়ার কাছে সহায়তা চাওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত