‘কালা সম্রাট' কে নিয়ে দুশ্চিন্তায় কালাইয়ের আমিরুল
৩০ মণ ওজনের ষাঁড়ের নাম `কালা সম্রাট'। কালাই উপজেলায় এটি সবচেয়ে বড় গরু বলে জানা যায়। কালো রঙ্গের এই ষাঁড়টিকে দেখতে প্রতিদিন আশপাশের জায়গা থেকে ছুটে আসছেন মানুষ। কিন্তু সেই কালা সম্রাটকে নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন জয়পুরহাটের কালাই পৌরসভার দুরুন্জ মধ্যপাড়ার আমিরুল ইসলাম (৪০)।