প্রতিনিধি, কালাই (জয়পুরহাট)
৩০ মণ ওজনের ষাঁড়ের নাম ‘কালা সম্রাট'। কালাই উপজেলায় এটি সবচেয়ে বড় গরু বলে জানা যায়। কালো রঙের এ ষাঁড়টিকে দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকে ছুটে আসছেন মানুষ। কিন্তু সেই কালা সম্রাটকে নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন জয়পুরহাটের কালাই পৌরসভার দুরুন্জ মধ্যপাড়ার আমিরুল ইসলাম (৪০)।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচজনের সংসার বর্গা চাষি আমিরুল ইসলামের। মাটির তৈরি দেয়াল আর টিনের ছাউনি ঘরে বসবাস তাঁদের। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, কখনো তিনি দিনমজুর, কখনো কৃষিকাজ করেন। আর্থিক সচ্ছলতার আশায়, শখের বশে গরু পালন করেছেন। তাঁর খামারে কালা সম্রাট ছাড়াও বিক্রির জন্য আছে ৮ মণ ওজনের গাভি কালা মায়া। কালা সম্রাটের দাম হাঁকিয়েছেন ১০ লাখ এবং গাভি কালা মায়াকে ৩ লাখ টাকায়। দরদামে হয়ে গেলে তিনি ষাঁড় ও গাভিকে বিক্রি করে দেবেন বলে জানান।
আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, `আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। পৈতৃক সম্পদ বলতে বাড়ির ভিটা ছাড়া কিছুই নাই, শুধু গরু কোনাই সম্বল। এই গরু পালন করতে অনেক ধার দেনা করতে হইছে। সামনে কোরবানির ঈদ। এখনো গরু বেচতে পারি নাই। করোনা মহামারি আসি আমাদের জীবন শেষ করে দিছে। লকডাউনের জন্য বাহির থেকে কেউ গরু কিনতে আসছে না। অনেক বড় গরু হওয়ায় যাতায়াত খরচ বেশি দেখে বাইরে গরু নিয়ে যেতে পারছি না। গরু বেচতে না পারলে নিঃস্ব হয়ে যাওয়া লাগবে।'
আমিরুল ইসলামের ভাষ্য, কালা সম্রাটের জন্ম তাঁর খামারেই। কালা সম্রাটের মা ছিল খামারে ফ্রিজিয়ান ক্রস জাতের গাভি। জন্ম ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে। প্রায় ৩ বছর বয়সী গরুটির ওজন এক হাজার ২০০ কেজি (৩০ মণ)। তিনি এবং তাঁর স্ত্রী মোরশেদা বেগম (৩৫) সকাল ও সন্ধ্যায় গরুটির পরিচর্যা করেছেন। কালা সম্রাটকে প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে। সরিষার খৈলের পাশাপাশি এক বস্তা ভুসি (৩৭ কেজি), ৫০ কেজি করে গমের আটা, ৩০ কেজি ভুট্টার আটা ভালো করে মিশিয়ে খাবার খাওয়ানো হয়। এর সঙ্গে খড় ও ঘাস খাওয়ানো হয়। এ ছাড়া কখনো কখনো বিচিকলা, কলা, আপেল, মাল্টা, কমলা খাওয়ানো হয়েছে বলে জানান তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. নুরজ্জামান আজকের পত্রিকাকে জানান, অনলাইন প্ল্যাটফর্মে কালাইয়ে কোরবানি যোগ্য গবাদি পশু তথ্যাদি প্রচার করছি। যা ক্রেতাদের করোনা কালীন সময়ে খামারিদের সঙ্গে যোগাযোগ করতে সহায়ক হবে। কালা সম্রাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গরুটি বিক্রয়ের জন্য অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি বিভিন্ন মিডিয়ার কাছে সহায়তা চাওয়া হয়েছে।
৩০ মণ ওজনের ষাঁড়ের নাম ‘কালা সম্রাট'। কালাই উপজেলায় এটি সবচেয়ে বড় গরু বলে জানা যায়। কালো রঙের এ ষাঁড়টিকে দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকে ছুটে আসছেন মানুষ। কিন্তু সেই কালা সম্রাটকে নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন জয়পুরহাটের কালাই পৌরসভার দুরুন্জ মধ্যপাড়ার আমিরুল ইসলাম (৪০)।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচজনের সংসার বর্গা চাষি আমিরুল ইসলামের। মাটির তৈরি দেয়াল আর টিনের ছাউনি ঘরে বসবাস তাঁদের। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, কখনো তিনি দিনমজুর, কখনো কৃষিকাজ করেন। আর্থিক সচ্ছলতার আশায়, শখের বশে গরু পালন করেছেন। তাঁর খামারে কালা সম্রাট ছাড়াও বিক্রির জন্য আছে ৮ মণ ওজনের গাভি কালা মায়া। কালা সম্রাটের দাম হাঁকিয়েছেন ১০ লাখ এবং গাভি কালা মায়াকে ৩ লাখ টাকায়। দরদামে হয়ে গেলে তিনি ষাঁড় ও গাভিকে বিক্রি করে দেবেন বলে জানান।
আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, `আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। পৈতৃক সম্পদ বলতে বাড়ির ভিটা ছাড়া কিছুই নাই, শুধু গরু কোনাই সম্বল। এই গরু পালন করতে অনেক ধার দেনা করতে হইছে। সামনে কোরবানির ঈদ। এখনো গরু বেচতে পারি নাই। করোনা মহামারি আসি আমাদের জীবন শেষ করে দিছে। লকডাউনের জন্য বাহির থেকে কেউ গরু কিনতে আসছে না। অনেক বড় গরু হওয়ায় যাতায়াত খরচ বেশি দেখে বাইরে গরু নিয়ে যেতে পারছি না। গরু বেচতে না পারলে নিঃস্ব হয়ে যাওয়া লাগবে।'
আমিরুল ইসলামের ভাষ্য, কালা সম্রাটের জন্ম তাঁর খামারেই। কালা সম্রাটের মা ছিল খামারে ফ্রিজিয়ান ক্রস জাতের গাভি। জন্ম ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে। প্রায় ৩ বছর বয়সী গরুটির ওজন এক হাজার ২০০ কেজি (৩০ মণ)। তিনি এবং তাঁর স্ত্রী মোরশেদা বেগম (৩৫) সকাল ও সন্ধ্যায় গরুটির পরিচর্যা করেছেন। কালা সম্রাটকে প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে। সরিষার খৈলের পাশাপাশি এক বস্তা ভুসি (৩৭ কেজি), ৫০ কেজি করে গমের আটা, ৩০ কেজি ভুট্টার আটা ভালো করে মিশিয়ে খাবার খাওয়ানো হয়। এর সঙ্গে খড় ও ঘাস খাওয়ানো হয়। এ ছাড়া কখনো কখনো বিচিকলা, কলা, আপেল, মাল্টা, কমলা খাওয়ানো হয়েছে বলে জানান তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. নুরজ্জামান আজকের পত্রিকাকে জানান, অনলাইন প্ল্যাটফর্মে কালাইয়ে কোরবানি যোগ্য গবাদি পশু তথ্যাদি প্রচার করছি। যা ক্রেতাদের করোনা কালীন সময়ে খামারিদের সঙ্গে যোগাযোগ করতে সহায়ক হবে। কালা সম্রাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গরুটি বিক্রয়ের জন্য অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি বিভিন্ন মিডিয়ার কাছে সহায়তা চাওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম
১ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর খানুরবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।
৮ মিনিট আগেফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
২৭ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে