Ajker Patrika

রাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ছাত্রফ্রন্ট 

রাবি প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৫: ২২
রাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ছাত্রফ্রন্ট 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসনের সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গেই সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। অবিলম্বে বহিরাগত নিষিদ্ধের ‘অযৌক্তিক’ সিদ্ধান্ত প্রত্যাহার করে সন্ত্রাস ও দখলদারমুক্ত, গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলার দাবি জানানো হয়। অন্যথায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের সংগঠিত করে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

আজ বুধবার দুপুরে এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন সংগঠনের আহ্বায়ক ফুয়াদ রাতুল ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার সূতিকাগার এবং নতুন জ্ঞান সৃষ্টির আধার। উন্মুক্ত পরিবেশ বিশ্ববিদ্যালয়ের ধারণার প্রধান শর্ত। বিভিন্ন মতের মানুষ এখানে এসে মিলিত হবে, চিন্তার আদান-প্রদান করবে এমনটাই হওয়ার কথা। প্রশাসনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গেই সাংঘর্ষিক।’

সংগঠনটির নেতারা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবে শিক্ষার্থীদের অভিভাবক, আত্মীয়স্বজনসহ প্রাক্তন শিক্ষার্থীরা। এমন বিচ্ছিন্নতা ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়কে জনগণের মনোযোগ থেকে আড়াল করবে। এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিপীড়নের পথ সুগম হবে।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে, ১১ মার্চের সংঘর্ষ ছিল মূলত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং স্থানীয় সন্ত্রাসীদের দ্বন্দ্ব, যাতে সম্পর্কিত হয়ে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে কতিপয় সন্ত্রাসীর দ্বন্দ্বের দায় ঢালাওভাবে স্থানীয়দের ঘাড়ে চাপানো হলো, যা শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে চলমান বৈরিতাকে আরও উসকে দেবে। কেবল ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সন্ত্রাস, দখলদারত্ব রুখে দেওয়া গেলেই ক্যাম্পাসকে নিরাপদ করা সম্ভব।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা আরও বলেন, ‘শনিবারের ঘটনায় যখন বহু শিক্ষার্থী গুরুতর আহত, তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে দখলদারমুক্ত শতভাগ আবাসন, ছাত্র প্রতিনিধি তৈরিতে রাকসু নির্বাচন, সংঘর্ষের ঘটনা সুষ্ঠু তদন্তসহ নানান দাবি উঠে আসছে। তখন সেসব যৌক্তিক দাবিকে উপেক্ষা করে বহিরাগত নিষিদ্ধের মাধ্যমে প্রশাসন পূর্বনির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নে পরিস্থিতির সদ্ব্যবহার করেছে।’

প্রসঙ্গত, গত সোমবার অকারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত