Ajker Patrika

বেলকুচিতে সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৯

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৮: ৪০
আহত অবস্থায় চিকিৎসাধীন যুবক। ছবি: আজকের পত্রিকা
আহত অবস্থায় চিকিৎসাধীন যুবক। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৯ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে পৌরসভাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

উভয় পক্ষের আহত ব্যক্তিরা হলেন হাফিজুল ইসলাম (৫০), আব্দুর রহমান (৪৫), আব্দুল্লাহ (৩৫), আইয়ুব আলী (৩০), আরিফ (২৮), রানা (২৯), কোহিনুর বেগম (৪০), হাওয়া খাতুন (৩২) ও শৈশব (২৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলকুচি পৌরসভাসংলগ্ন সরকারি পুকুরে হাফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন। পুকুরের পাশেই আব্দুর রহমানের বাড়ি হওয়ায় তাঁর বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ করেন হাফিজুল ইসলাম। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  

এ বিষয়ে বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয় পক্ষের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত