নাটোর প্রতিনিধি
৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জের দুদাল গ্রামের আরিফ হাওলাদার (৪০), বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের মো. আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী সদরের বোতলবুনিয়া গ্রামের মো. মোস্তফা খান (৪৩), ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রামের মো. রফিকুল ইসলাম (৪০) এবং একই এলাকার মো. ফেরদৌস হাওলাদার (৩০)।
বিকেলে সদর থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া ইউনিয়নের একডালা নারায়ণপাড়া এলাকায় রংপুরগামী মোহাম্মদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে পুলিশ।
এ সময় আটক পাঁচজনের কাছ থেকে ১০০০ ও ২০০ টাকার মোট ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, এই জাল টাকা নিয়ে তাঁরা রংপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে আলু ক্রয়ের পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান উপস্থিত ছিলেন।
৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জের দুদাল গ্রামের আরিফ হাওলাদার (৪০), বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের মো. আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী সদরের বোতলবুনিয়া গ্রামের মো. মোস্তফা খান (৪৩), ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রামের মো. রফিকুল ইসলাম (৪০) এবং একই এলাকার মো. ফেরদৌস হাওলাদার (৩০)।
বিকেলে সদর থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া ইউনিয়নের একডালা নারায়ণপাড়া এলাকায় রংপুরগামী মোহাম্মদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে পুলিশ।
এ সময় আটক পাঁচজনের কাছ থেকে ১০০০ ও ২০০ টাকার মোট ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, এই জাল টাকা নিয়ে তাঁরা রংপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে আলু ক্রয়ের পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান উপস্থিত ছিলেন।
বৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উত্তাল সাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কূলে। এতে তীব্র ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগেঝিনাইদহের কোটচাঁদপুরে গত ৬ মাসে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২৪৪ জন নারী-পুরুষ। এর মধ্যে বিষ পান করে ১৮৩, গলায় দড়ি দিয়ে ২৬ আর ঘুমের ট্যাবলেট খেয়ে ৩৫ জন আত্মহত্যার চেষ্টা করেন।
৩ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ ও ব্যস্ত হলেও বেহাল রাজধানীর দোলাইরপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়ক। এমনিতে অপ্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশই এখন ভাঙাচোরা, খানাখন্দে ভরা। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটি মাত্র সাত মিনিট উড়েছিল। ২১ জুলাই বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর যুদ্ধবিমানটি ১টা ১৩ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি একাডেমিক ভবনে আছড়ে পড়ে।
৪ ঘণ্টা আগে