নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর উন্নয়ন অব্যাহত রাখতে শহরের আয়তন কয়েক গুণ বাড়ানো হবে। মূল শহর যানজটমুক্ত রাখতে নির্মাণ করা হবে ফ্লাইওভার।
আজ বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে এক মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। রাসিকের উদ্যোগে আয়োজিত সভায় শহরে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহী শহরের যানজট নিরসনে পুরো শহরে পাঁচটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। দুটির দরপত্র ইতিমধ্যে হয়ে গেছে। আরও তিনটি প্রক্রিয়াধীন। এগুলোর কাজ নির্বাচনের পর শুরু হবে।
রাজশাহী সিটির আয়তন বৃদ্ধি প্রসঙ্গে রাসিক মেয়র বলেন, রাজশাহী সিটি এলাকা ৯৬ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ৩৫০-৪০০ বর্গকিলোমিটার করার ইচ্ছা আছে। সম্প্রসারিত এলাকার কৃষিজমি নষ্ট না করে প্রশস্ত নালা, রাস্তাসহ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
আসন্ন সিটি নির্বাচনে নৌকার প্রার্থী লিটন বলেন, ২০১৯ সালে প্রায় ৩ হাজার কোটি টাকার ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদন দেন প্রধানমন্ত্রী। প্রকল্পে সরকারি বরাদ্দ প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা। কিন্তু করোনা পরিস্থিতি ও ডলারের দাম বাড়ার কারণে নির্মাণসামগ্রীর দাম বাড়ে। এসব কারণে বিশ্বব্যাপী উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়। রাজশাহীতেও উন্নয়নকাজ ব্যাহত হয়েছে। তবে এর মধ্যেই প্রকল্পের ১ হাজার ২০০ কোটি টাকার কাজ হয়েছে। নগরে এর ফল এখন দৃশ্যমান। ব্যয়ের জন্য আরও ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ আছে। নির্বাচিত হলে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আরও মোটা অঙ্কের অর্থ বরাদ্দ নিয়ে আসব।
তিনি আরও বলেন, পদ্মাচরে রিভার সিটি নির্মাণের পরিকল্পনা করছি। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আগামী জাতীয় নির্বাচনের পরে এই কাজটি এগিয়ে নেওয়া হবে। সেটা একটা দেখার মতো পরিবেশ হবে। সেটি বিদেশি পর্যটকদেরও রাজশাহীতে আসতে আগ্রহী করবে।
রাসিক মেয়র বলেন, রাজশাহী সিটি করপোরেশন, আরডিএ ও সংশ্লিষ্ট অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে আলাপ করে জায়গা চিহ্নিত করে সাংবাদিকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ পরিকল্পনা গ্রহণ করা হবে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। সভা সঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর উন্নয়ন অব্যাহত রাখতে শহরের আয়তন কয়েক গুণ বাড়ানো হবে। মূল শহর যানজটমুক্ত রাখতে নির্মাণ করা হবে ফ্লাইওভার।
আজ বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে এক মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। রাসিকের উদ্যোগে আয়োজিত সভায় শহরে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহী শহরের যানজট নিরসনে পুরো শহরে পাঁচটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। দুটির দরপত্র ইতিমধ্যে হয়ে গেছে। আরও তিনটি প্রক্রিয়াধীন। এগুলোর কাজ নির্বাচনের পর শুরু হবে।
রাজশাহী সিটির আয়তন বৃদ্ধি প্রসঙ্গে রাসিক মেয়র বলেন, রাজশাহী সিটি এলাকা ৯৬ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ৩৫০-৪০০ বর্গকিলোমিটার করার ইচ্ছা আছে। সম্প্রসারিত এলাকার কৃষিজমি নষ্ট না করে প্রশস্ত নালা, রাস্তাসহ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
আসন্ন সিটি নির্বাচনে নৌকার প্রার্থী লিটন বলেন, ২০১৯ সালে প্রায় ৩ হাজার কোটি টাকার ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদন দেন প্রধানমন্ত্রী। প্রকল্পে সরকারি বরাদ্দ প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা। কিন্তু করোনা পরিস্থিতি ও ডলারের দাম বাড়ার কারণে নির্মাণসামগ্রীর দাম বাড়ে। এসব কারণে বিশ্বব্যাপী উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়। রাজশাহীতেও উন্নয়নকাজ ব্যাহত হয়েছে। তবে এর মধ্যেই প্রকল্পের ১ হাজার ২০০ কোটি টাকার কাজ হয়েছে। নগরে এর ফল এখন দৃশ্যমান। ব্যয়ের জন্য আরও ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ আছে। নির্বাচিত হলে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আরও মোটা অঙ্কের অর্থ বরাদ্দ নিয়ে আসব।
তিনি আরও বলেন, পদ্মাচরে রিভার সিটি নির্মাণের পরিকল্পনা করছি। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আগামী জাতীয় নির্বাচনের পরে এই কাজটি এগিয়ে নেওয়া হবে। সেটা একটা দেখার মতো পরিবেশ হবে। সেটি বিদেশি পর্যটকদেরও রাজশাহীতে আসতে আগ্রহী করবে।
রাসিক মেয়র বলেন, রাজশাহী সিটি করপোরেশন, আরডিএ ও সংশ্লিষ্ট অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে আলাপ করে জায়গা চিহ্নিত করে সাংবাদিকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ পরিকল্পনা গ্রহণ করা হবে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। সভা সঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
২ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
২ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
২ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
২ ঘণ্টা আগে