Ajker Patrika

টিভি ডেলিভারি দিতে গিয়ে নিখোঁজ যুবক, পরদিন মিলল লাশ

নাটোর প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৪: ৩০
Thumbnail image

নাটোরের লালপুরে নিখোঁজের পরদিন সোহেল আলী (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সোহেল আলী পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মেকানিক ছিলেন। 

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় একটি টেলিভিশন ডেলিভারি দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের ধারণা, সোহলেকে হত্যা করা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, গতকাল সন্ধ্যায় একটি টিভি ডেলিভারি দেওয়ার জন্য দোকান থেকে এয়ারপোর্ট মোড় এলাকায় যান সোহেল। পরে রাতে আর তিনি বাড়ি ফিরে আসেননি। তাঁর স্বজনেরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। আজ সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকায় সোহেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। 

ওসি আরও বলেন, সোহেলর নাকে রক্ত লেগে আছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখনো মামলা করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত