Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাদের হারিয়ে চেয়ারম্যান হলেন বিএনপির দুই বহিষ্কৃত নেতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ০৯: ১৩
Thumbnail image

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা পরিষদ নির্বাচনের দুটিতেই বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। অন্য একটিতে জিতেছেন আওয়ামী লীগ নেতা। আজ বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করীম নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। 

ফলাফলে দেখা গেছে, নাচোল উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল কাদের জয় পেয়েছেন। অন্যদিকে গোমস্তাপুর উপজেলায় আশরাফ হোসেন আলিম ও ভোলাহাটে আনোয়ার হোসেন জয় পেয়েছেন। আশরাফ হোসেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

ঘোষিত ফলাফলে দেখা গেছে, নাচোল উপজেলায় আব্দুল কাদের ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক আওয়ামী লীগ নেতা মো. আবু রেজা মোস্তাফা কামাল পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট। আব্দুল কাদের নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দ্বিতীয়বারের মতো তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। নাচোলে মোট ভোটার ১ লাখ ২৫ হাজার ৭৬ জন। ৫৭ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৬ হাজার ৩১৫; যা ৩৭ দশমিক ০৩ শতাংশ। 

ভোলাহাট উপজেলায় আনোয়ারুল ইসলাম চিংড়ি মাছ প্রতীকে ১৩ হাজার ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট। ভোলাহাটে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২২৯ জন। ৩৮ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৭ হাজার ৬৪ জন ভোটার; যা ৪২ দশমিক ৯৮ শতাংশ। 

গোমস্তাপুর উপজেলায় মোহা. আশরাফ হোসেন আলিম আনারস প্রতীকে ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা হুমায়ুন রেজা ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট। গোমস্তাপুরে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৩০ জন। ৮৯ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ৮৭ হাজার ৫০৭ জন ভোটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত