Ajker Patrika

যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২২: ০৮
Thumbnail image

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদী থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে আজ দুপুরে উপজেলার যমুনা নদীর গালা ও কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইসরাফিল হাওলাদার, মুছা হাওলাদার, আবুল কাশেম, তানজীল, ইব্রাহীম ও আব্বাস আলী। 

সিরাজগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, শাহজাদপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলন কাজে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। একই সময় একটি ড্রেজার ও একটি বলগেট জব্দ করা হয়। এ ঘটনায় নৌ-পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত