Ajker Patrika

ঈশ্বরদীতে সড়কের দুধারের গাছ কাটা হচ্ছে

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) 
ঈশ্বরদীতে সড়কের দুধারের গাছ কাটা হচ্ছে

পাবনার ঈশ্বরদীতে পৌরসভার সড়ক প্রশস্ত করার অজুহাতে রেলওয়ের গাছ কেটে ফেলা হচ্ছে। আজ সোমবার কঠোর লকডাউনের মধ্যেই ঠিকাদারের লোকজন পাঁচটি গাছ কেটেছে। এর আগেও এখান থেকে অন্তত ১০টি গাছ কাটা হয়েছে। 

নগরীর প্রধান সড়ক রেলগেট ট্রাফিক মোড় থেকে বাজারের আরজু মার্কেট পর্যন্ত সড়কের দুপাশের এই গাছগুলি বেশ পুরোনো। এর মধ্যে শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো কৃষ্ণচূড়া, বকুলসহ বিভিন্ন ধরনের গাছ ছিল। এ ছাড়া ছিল বেশ কিছু মেহগনি, শিমুল, কদম ও আম গাছ। গাছ কাটার সময় পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারের কর্মচারীদের সঙ্গে স্থানীয় দু-একজনের কথা-কাটাকাটিও হয়। 

শহরের সড়কে সৌন্দর্য বর্ধনে সহায়ক ও ছায়া প্রদানকারী গাছগুলো কেটে নেওয়ায় অনেকে ক্ষোভ জানিয়েছেন। শহরে ফকিরের বটতলা মোড়ের বাসিন্দা ফিরোজুল ইসলাম জুয়েল বলেন, বহু বছর আগে সড়কের পাশে কিছু গাছ লাগিয়েছিলাম। এগুলো বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছিল। কিন্তু রেল বিভাগ গাছগুলো টেন্ডারে বিক্রি করে দিয়েছে। 

ঈশ্বরদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল বলেন, সড়ক প্রশস্ত করার কাজ চলছে। গাছগুলো রেলের। সড়ক প্রশস্ত করার জন্য আমরা পৌরসভা থেকে রেলকে গাছগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। পরে তারা টেন্ডারে গাছ বিক্রি করে কাটার ব্যবস্থা করেছে। 

পাকশী বিভাগীয় রেলের পূর্ত তত্ত্বাবধায়ক ইনচার্জ অব ওয়ার্কস (আইওডব্লিউ) তৌহিদ সুমন বলেন, পৌরসভার অনুরোধে রেল বিভাগ গাছগুলো টেন্ডারের মাধ্যমে কাটার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি উন্মুক্ত টেন্ডারে গাছগুলো বিক্রি করা হয়েছে। বর্তমানে ঠিকাদারের লোকজন গাছগুলো কেটে নিচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত