Ajker Patrika

তাপপ্রবাহে ক্ষতির মুখে গ্রীষ্মকালীন সবজি

বগুড়া প্রতিনিধি
তাপপ্রবাহে ক্ষতির মুখে গ্রীষ্মকালীন সবজি

চলমান তাপপ্রবাহে বগুড়ায় বোরো ধানের তেমন ক্ষতি না হলেও হুমকির মুখে পড়েছে গ্রীষ্মকালীন সবজিসহ বিভিন্ন ফল। সূর্যের তাপ বেশি হওয়ায় শুকিয়ে যাচ্ছে সবজি গাছ ও ফুল।

এদিকে কৃষি বিভাগ বলছে, ফসল রক্ষায় কৃষকদের সচেতন করছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা।

বগুড়ার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও ধান পাকতে শুরু করেছে আবার কোথাও ধান গাছে ফুল এসেছে। আগামী এক সপ্তাহ পর থেকে বগুড়ার পশ্চিমাঞ্চলে ধান কাটা শুরু হবে। রোদের তাপে সবজি গাছের ফুল শুকিয়ে যাচ্ছে।

কাহালু উপজেলার বেলঘড়িয়া গ্রামের কৃষক তছলিম উদ্দিন বলেন, কৃষি বিভাগের পরামর্শে তারা জমিতে পর্যাপ্ত পানি রাখছেন। কৃষকের মতে সূর্যের তাপ বেশি হলে ধানের দানা ভালো হবে।

বগুড়া সদরের রাজাপুর গ্রামের কৃষক উজ্জ্বল কুমার মোদক বলেন, রোদের তাপে পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, করলা গাছের ফুল শুকিয়ে যাচ্ছে এবং ফসল বাড়ছে না। ফলে উৎপাদন কমে যাচ্ছে। আম, কাঁঠাল ও লিচুর গুটি শুকিয়ে ঝড়ে পড়ছে।

নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, জমিতে ২-৩ ইঞ্চি পরিমাণ পানি রাখার পাশাপাশি বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি কর্মকর্তা আরও বলেন, ধান গাছে ফুল আসার সময় সূর্যের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলে ধান গাছের গোড়া শুকিয়ে ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য জমিতে পানি ধরে রাখতে হয়।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এক সপ্তাহ পর থেকে ধান কাটা শুরু হবে। এ জন্য ধানের তেমন ক্ষতি হবে না। তবে গ্রীষ্মকালীন সবজি পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, করলা ছাড়াও মৌসুমি ফল আম, কাঁঠাল ও লিচু ক্ষতির মুখে পড়েছে। তাপ প্রবাহের কারণে স্প্রে মেশিন দিয়ে ফল গাছে পানি দেওয়ার পাশাপাশি গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত