Ajker Patrika

সালিসে ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ যুবলীগ কর্মীর বিরুদ্ধে

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
Thumbnail image

নাটোরের নলডাঙ্গার এক ইউপি সদস্যকে সালিসে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের কর্মীদের বিরুদ্ধে। পরে আহত অবস্থায় ইউপি সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছেন। আজ সোমবার দুপুরে উপজেলার বাঁশিলা গ্রামে সালিসি বৈঠকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

এদিকে এ খবর পেয়ে নলডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ইউপি সদস্যের নাম আব্দুল মালেক ব্যাপারী (৪৭)। তিনি উপজেলার বাঁশিলা গ্রামের বাসিন্দা ও মাধনগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য এবং মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। 

নলডাঙ্গা থানা-পুলিশ ও স্থানীয়রা বলছে, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার মাধনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মালেক ব্যাপারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা। পরে দলীয়ভাবে দুই পক্ষকে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। আজ (সোমবার) বেলা ১০টার দিকে মীমাংসার জন্য মাধনগর ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীরা বাঁশিলা গ্রামে সালিসি বৈঠকে বসে। অভিযোগের বিষয়টি দুই পক্ষের মধ্যে আপস মীমাংসা শেষে যুবলীগের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে যুবলীগের কর্মীরা ইউপি সদস্য মালেক ব্যাপারীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্য মালিককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং দুজন যুবলীগ কর্মীকে আটক করে। 

এ ঘটনায় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে বাঁশিলা গ্রামে দুই পক্ষ সালিসি বৈঠক বসে। সালিসে দুই পক্ষের মধ্যে আপস মীমাংসা হয়। পরে ইউপি সদস্য মালেক ব্যাপারীর ওপর হামলা করে প্রতিপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত