Ajker Patrika

ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন ঢাকার হত্যা মামলায় কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ওরফ ধনু। ফাইল ছবি
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ওরফ ধনু। ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ওরফ ধনুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে কাজিম উদ্দিনকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার এসআই মাহমুদুল হাসান যাত্রাবাড়ী থানায় দায়ের করা মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষে কোনো জামিনের আবেদন ছিল না।

আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. শরীফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে কাজিম উদ্দিনকে আটক করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় চোখে গুলি লাগে আরিফের। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার এজাহারনামীয় ১৪ নম্বর আসামি কাজিম উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত