Ajker Patrika

আ.লীগ মাঠে নামলে বিএনপির আন্দোলন হাওয়ায় মিশে যাবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৩: ৫৯
Thumbnail image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘জ্বালাও-পোড়াও করে জনগণের শান্তি নষ্ট করলে সরকার বসে থাকবে না। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির আন্দোলন হাওয়ায় মিশে যাবে।’

আজ শুক্রবার বেলা ১১টার দিকে সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে তিলনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের কষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘খাদ্যবান্ধব ওএমএস কর্মসূচির মাধ্যমে খাদ্যসহায়তা দিয়ে জনগণের কষ্ট দূর করার চেষ্টা করা হচ্ছে।’ 

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নারীদের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে নারী ক্ষমতায়নের সূচনা করে। শেখ হাসিনা নারীদের মর্যাদার আসনে বসিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে এ দেশের স্বাধীনতাবিরোধীরা নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সেই স্বাধীনতাবিরোধীরা ১৫ আগস্ট নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করেছিল। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনো চলছে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ। তিনি দেশের প্রতিটি প্রান্তে উন্নয়ন করেছেন। নারীদের জন্য সামাজিক নিরাপত্তার বলয় সম্প্রসারিত করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও উপবৃত্তির পাশাপাশি সব ধরনের সুযোগ সৃষ্টি করেছেন। কৃষকের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে সরকার। 

দরিদ্র অসহায় গৃহহীনদের পাকা বাড়ি করে দিয়েছেন শেখ হাসিনা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য নিরলস কাজ করছেন। সবার উচিত তাঁকে সমর্থন করা। এ সময় তিনি দলের নেতা-কর্মীদের জনগণের পাশে থাকারও নির্দেশ দেন।’ 

তিলনা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজিনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন। 

সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম, প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত