Ajker Patrika

বিয়েতে আমন্ত্রিতদের গাছ উপহার

প্রতিনিধি
বিয়েতে আমন্ত্রিতদের গাছ উপহার

সিরাজগঞ্জ: বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে গাছের চারা। ব্যতিক্রমী এমন উদ্যোগের আয়োজন করে জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন জীবন’।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সলঙ্গার গুনগাতী গ্রামে। এই গ্রামের মো. আব্দুল করিমের মেয়ে হ্যাপি খাতুন কানিজ ও সলঙ্গার আবুল হোসেনের ছেলে মাহফুজুল সাফির বিয়ে অনুষ্ঠিত হয়। গতকাল এই বিয়ে অনুষ্ঠানে আসা অতিথিদের উপহার হিসেবে ২০ প্রজাতির ১০২টি গাছের চারা দেওয়া হয়। এগুলো হলো—বকুল, সোনালু, কাঞ্চন, নিম, বহেরা, হরীতকী, আমলকী, কাঁঠাল, পেয়ারা, জাম, লটকন, তেঁতুল, বাদাম, আতা, কতবেল, চাপালিশ, আম ও জলপাই। আমন্ত্রিতরাও খুশি মনে এ উপহার গ্রহণ করেন।

সংগঠন ‘স্বাধীন জীবন’–এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাছিম বিয়েতে উপস্থিত থেকে, প্রকৃতি সংরক্ষণে আমাদের দায়বদ্ধতা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন। বিয়েতে সংগঠনের স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত