Ajker Patrika

রাবির ছাত্রী হলে রুমমেটের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ

রাবি প্রতিনিধি
রাবির ছাত্রী হলে রুমমেটের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলের এক ছাত্রীর বিরুদ্ধে তাঁর রুমমেটকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রোকেয়া হলের ১৩৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

ভুক্তভোগী শিক্ষার্থী উম্মে ইয়াসতুরুন আরবি বিভাগের শিক্ষার্থী এবং অভিযুক্ত নুসরাত জাহান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাঁরা উভয়েই বেগম রোকেয়া হলের একই কক্ষের আবাসিক ছাত্রী বলে জানা গেছে। এদিকে রুমে থাকতে নিরাপত্তাহীনতায় ভোগার পাশাপাশি প্রাণনাশের আশঙ্কা করছেন ভুক্তভোগী। 

ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগে জানান, গতকাল রোববার বিকেল ৩টার দিকে তাঁর রুমমেট নুসরাত জাহানের সঙ্গে খুব সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য হয়। তার জেরে নুসরাত তাঁকে জোরপূর্বক রুমের বাইরে ৪র্থ ব্লকের রিডিং রুমের সামনে নিরিবিলি জায়গায় নিয়ে যায়। সেখানে তাঁকে শারীরিকভাবে আঘাত করেন, যার চিহ্ন এখনো তাঁর হাতে ও মুখে আছে। 

লিখিত অভিযোগে ওই ছাত্রী দাবি করেন, প্রভোস্ট ম্যামকে বিষয়টি জানানো হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো ব্যবস্থা গ্রহণে দেরি করেন। 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘বিষয়টি খুবই সামান্য। একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির ফলে রাগের মাথায় এ ঘটনা ঘটেছে। তাঁর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। আমরা একসঙ্গে তিন বছর একই রুমে অবস্থান করছি। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। বিষয়টি রাগের মাথায় ঘটেছে। সে জন্য তাঁকে অনেকবার সরিও বলেছি।’ 

বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষ জয়ন্ত রাণী বসাক আজকের পত্রিকাকে বলেন, ‘মারামারির বিষয়টি রাতেই জেনেছি। আজ তাঁদের সঙ্গে বসে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ বিষয়ে জানতে চাইলে ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ‘রোকেয়া হলে একই রুমের দুজন শিক্ষার্থীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হওয়ার ঘটনা ঘটেছে, সে বিষয় সম্পর্কে রাতে অবহিত হয়েছি। আজ ভুক্তভোগী শিক্ষার্থী একটি অভিযোগপত্র দিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে হল প্রাধ্যক্ষসহ বিকেলে বসে একটি ব্যবস্থা গ্রহণ করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত