রাবি প্রতিনিধি
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেছেন, ‘বর্তমান সরকার দেশে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। যার ফলাফল আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাই। বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উন্নয়নের কথা মাথায় রাখেন না। তারা একটি নির্দিষ্ট সরকারি ছাত্র সংগঠনের পৃষ্ঠপোষকতা করে।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নবম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপী কাউন্সিলের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মশিউর রহমান খান আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমরা যখন বাংলায় বলি তখন সেটা সরকারি বিশ্ববিদ্যালয় হয়ে যায়। কিন্তু পাবলিকের বাংলা সরকারি নয়। এটা হওয়ার কথা ছিল জনসাধারণের বিশ্ববিদ্যালয়। জনগণের অর্থায়নে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিশ্চিত করার জায়গা, গবেষণা করার জায়গা, মুক্ত চিন্তা করার জায়গা। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়কে এখনো সর্বজনীন করতে পারিনি।’
রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কীভাবে বলতে পারে প্রাধ্যক্ষ সিট দেওয়ার কে? এটাই হচ্ছে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি। এমন অবস্থায় আপনি মাথা নত করবেন নাকি উঁচু করবেন এই সিদ্ধান্ত আপনার কাছে।
অনুষ্ঠান শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কাউন্সিল অধিবেশন হয়। কাউন্সিলের দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৩টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নতুন কমিটি গঠন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন। সংগঠনের সদস্য রায়হান ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য লিমন সরকার, রাজশাহী মহানগরের সভাপতি জিন্নাত আরা সুমু, সাধারণ সম্পাদক নাদিম সিনা, রাবি শাখার সংগঠক আযাদ রহমান প্রমুখ। এ সময় অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেছেন, ‘বর্তমান সরকার দেশে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। যার ফলাফল আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাই। বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উন্নয়নের কথা মাথায় রাখেন না। তারা একটি নির্দিষ্ট সরকারি ছাত্র সংগঠনের পৃষ্ঠপোষকতা করে।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নবম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপী কাউন্সিলের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মশিউর রহমান খান আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমরা যখন বাংলায় বলি তখন সেটা সরকারি বিশ্ববিদ্যালয় হয়ে যায়। কিন্তু পাবলিকের বাংলা সরকারি নয়। এটা হওয়ার কথা ছিল জনসাধারণের বিশ্ববিদ্যালয়। জনগণের অর্থায়নে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিশ্চিত করার জায়গা, গবেষণা করার জায়গা, মুক্ত চিন্তা করার জায়গা। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়কে এখনো সর্বজনীন করতে পারিনি।’
রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কীভাবে বলতে পারে প্রাধ্যক্ষ সিট দেওয়ার কে? এটাই হচ্ছে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি। এমন অবস্থায় আপনি মাথা নত করবেন নাকি উঁচু করবেন এই সিদ্ধান্ত আপনার কাছে।
অনুষ্ঠান শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কাউন্সিল অধিবেশন হয়। কাউন্সিলের দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৩টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নতুন কমিটি গঠন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন। সংগঠনের সদস্য রায়হান ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য লিমন সরকার, রাজশাহী মহানগরের সভাপতি জিন্নাত আরা সুমু, সাধারণ সম্পাদক নাদিম সিনা, রাবি শাখার সংগঠক আযাদ রহমান প্রমুখ। এ সময় অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের অন্যতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির মিন্টো এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসে সিলেটি সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সম্মিলিতভাবে
৩ মিনিট আগেমিনারুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে। ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সি ক্যাটাগরিতে তাঁকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। তিনি উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
১৭ মিনিট আগেছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্রদলের দলীয় টেন্ট বুদ্ধিজীবী চত্বর থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
২৮ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ ধরা পড়েছে। আজ রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মাছটি ধরা পড়ে।
৩১ মিনিট আগে