Ajker Patrika

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী কলেজে অনার্স বা স্নাতকের (সম্মান) ফরম পূরণের অতিরিক্ত ফি কমিয়ে শিক্ষার্থীবান্ধব করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, অতিরিক্ত ফি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। তাঁরা ফি কমানোর পাশাপাশি আদায় করা অর্থের হিসাব প্রকাশের দাবি জানান।

কর্মসূচিতে রাজশাহী কলেজের শিক্ষার্থী মারুফা খাতুন, কাওসার আলী, আবু সাহিল, খালিদ বিন ওয়ালিদ আবির, আমিনুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. যুহুর আলীর সঙ্গে কথা বলতে গেলে বাগ্‌বিতণ্ডা হয়। পরে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হলেও কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ যুহুর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও একই পরিমাণে ফি নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা কমানোর দাবি তুলেছেন। কিন্তু আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত