Ajker Patrika

পূর্বশত্রুতার জের, দুর্বৃত্তদের হাতে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
আহত যুবক আশরাফুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা
আহত যুবক আশরাফুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

পূর্বশত্রুতার জেরে পাবনার সাঁথিয়ায় আশরাফুল ইসলাম (৩২) নামের এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।

আহত আশরাফুল দক্ষিণ বোয়াইলমারী (সাঁথিয়া কলেজপাড়া) গ্রামের নুর ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারিসহ ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।

ঘটনার কারণ সম্পর্কে আহত আশরাফুলের মা হাসি খাতুন কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে আশরাফুল সকালে বাড়ি থেকে বের হয়ে আসলে রাস্তার ওপর থেকে সাবেক ভাইস চেয়ারম্যান স্বপনের নেতৃত্বে কয়েকজন লোক তাকে তুলে নিয়ে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে পিটিয়ে দুই হাতের কবজি কেটে নিয়ে যায়।’

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়ে ছিলেন আশরাফুল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ধরে নিয়ে টেলিফোন অফিসের পেছনে নিয়ে যায়। সেখানে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

ওসি আরও বলেন, আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি বিচ্ছিন্ন কবজি উদ্ধার করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত