নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে অনুষ্ঠিত এক সভায় হিজড়া জনগোষ্ঠীর সমস্যা নিয়ে সংবাদমাধ্যমে বেশি বেশি সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে। হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘দিনের আলো’ হিজড়া সংঘের এক সংবেদনশীল সভায় বক্তারা এ আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার সকালে নগরীর নিউমার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ‘লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার জন্য’ প্রকল্পের সহায়তায় এ সভার আয়োজন করা হয়। সভায় রাজশাহীতে পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের সমাজের মূল স্রোতোধারায় ফিরিয়ে আনতে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সভায় দিনের আলো হিজড়া সংঘের সভাপতি জয়িতা মোহনা বলেন, তাঁদের অনেক সদস্যই নিজ থেকেই এরই মধ্যে উদ্যোক্তা হয়ে উঠছেন। তাঁরা আর নেতিবাচক কাজে থাকতে চান না। তবে এ জন্য দরকার হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান ও বাসস্থানের সুযোগ। বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের কাজের মানুষের দরকার হয়, সেখানে তাঁদের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় তিনি আক্ষেপ জানিয়ে বলেন, তাঁরা রাজশাহী শহরে থাকার মতো বাসস্থান পাচ্ছেন না। ভালো একটি বাসাও পাচ্ছেন না। হিজড়া জনগোষ্ঠীর সদস্য হাওয়ায় কেউ তাঁদের বাড়ি ভাড়া দিতে চান না। জেলা প্রশাসন থেকে যে ঘরগুলো দেওয়ার কথা ছিল, সেগুলো শহরের অনেক দূরে দিতে চায়। ভালো হয় যদি তাঁদের থাকার জন্য সরকার একটি আবাসন প্রকল্প করে দেয়।
দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা বলেন, তিনি নির্বাচনে জয়ী হওয়ার পেছনে স্থানীয় সাংবাদিকদের ব্যাপক ভূমিকা ছিল। তাঁদের প্রকাশিত ইতিবাচক সংবাদ ভালো কাজে লেগেছে। তাঁরা মানুষের কাছে তাঁকে পৌঁছাতে কাজ করেছে। এভাবে তিনি হিজড়াদের ইতিবাচক খবর জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।
দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন বলেন, ‘রাজশাহীতে হিজড়া সম্প্রদায় সংবাদমাধ্যমের কাছ থেকে সব সময়ই সহযোগিতা পাচ্ছেন। তাঁদের ইতিবাচক কাজগুলো সমাজের সামনে প্রতিনিয়ত তুলে ধরছেন। তবে তাঁদের সমস্যাগুলো আরও বেশি বেশি করে তুলে ধরতে হবে। কারণ, সবার আগে তাঁরা মানুষ। লিঙ্গ পরিচয় একজন মানুষ হিসেবে তাঁর স্বাভাবিক জীবনযাপনের অধিকার কোনোভাবেই কেড়ে নিতে পারে না। তাঁরা আজ টাকা দিয়েই বাসা ভাড়া পাচ্ছেন না, এটা কোনো কথা হতে পারে? তাই এই বিষয়গুলো নিয়ে আরও কাজ করতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন বাসসের জ্যেষ্ঠ সাংবাদিক আইনুল হক, দিনের আলো হিজড়া সংঘের কোষাধ্যক্ষ মিস জুলি, হিজড়া সংঘের প্রোগ্রাম অফিসার রায়হানুল হক, ব্লাস্টের প্রকল্প সমন্বয়কারী আবু সাঈদ প্রমুখ।
রাজশাহীতে অনুষ্ঠিত এক সভায় হিজড়া জনগোষ্ঠীর সমস্যা নিয়ে সংবাদমাধ্যমে বেশি বেশি সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে। হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘দিনের আলো’ হিজড়া সংঘের এক সংবেদনশীল সভায় বক্তারা এ আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার সকালে নগরীর নিউমার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ‘লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার জন্য’ প্রকল্পের সহায়তায় এ সভার আয়োজন করা হয়। সভায় রাজশাহীতে পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের সমাজের মূল স্রোতোধারায় ফিরিয়ে আনতে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সভায় দিনের আলো হিজড়া সংঘের সভাপতি জয়িতা মোহনা বলেন, তাঁদের অনেক সদস্যই নিজ থেকেই এরই মধ্যে উদ্যোক্তা হয়ে উঠছেন। তাঁরা আর নেতিবাচক কাজে থাকতে চান না। তবে এ জন্য দরকার হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান ও বাসস্থানের সুযোগ। বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের কাজের মানুষের দরকার হয়, সেখানে তাঁদের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় তিনি আক্ষেপ জানিয়ে বলেন, তাঁরা রাজশাহী শহরে থাকার মতো বাসস্থান পাচ্ছেন না। ভালো একটি বাসাও পাচ্ছেন না। হিজড়া জনগোষ্ঠীর সদস্য হাওয়ায় কেউ তাঁদের বাড়ি ভাড়া দিতে চান না। জেলা প্রশাসন থেকে যে ঘরগুলো দেওয়ার কথা ছিল, সেগুলো শহরের অনেক দূরে দিতে চায়। ভালো হয় যদি তাঁদের থাকার জন্য সরকার একটি আবাসন প্রকল্প করে দেয়।
দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা বলেন, তিনি নির্বাচনে জয়ী হওয়ার পেছনে স্থানীয় সাংবাদিকদের ব্যাপক ভূমিকা ছিল। তাঁদের প্রকাশিত ইতিবাচক সংবাদ ভালো কাজে লেগেছে। তাঁরা মানুষের কাছে তাঁকে পৌঁছাতে কাজ করেছে। এভাবে তিনি হিজড়াদের ইতিবাচক খবর জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।
দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন বলেন, ‘রাজশাহীতে হিজড়া সম্প্রদায় সংবাদমাধ্যমের কাছ থেকে সব সময়ই সহযোগিতা পাচ্ছেন। তাঁদের ইতিবাচক কাজগুলো সমাজের সামনে প্রতিনিয়ত তুলে ধরছেন। তবে তাঁদের সমস্যাগুলো আরও বেশি বেশি করে তুলে ধরতে হবে। কারণ, সবার আগে তাঁরা মানুষ। লিঙ্গ পরিচয় একজন মানুষ হিসেবে তাঁর স্বাভাবিক জীবনযাপনের অধিকার কোনোভাবেই কেড়ে নিতে পারে না। তাঁরা আজ টাকা দিয়েই বাসা ভাড়া পাচ্ছেন না, এটা কোনো কথা হতে পারে? তাই এই বিষয়গুলো নিয়ে আরও কাজ করতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন বাসসের জ্যেষ্ঠ সাংবাদিক আইনুল হক, দিনের আলো হিজড়া সংঘের কোষাধ্যক্ষ মিস জুলি, হিজড়া সংঘের প্রোগ্রাম অফিসার রায়হানুল হক, ব্লাস্টের প্রকল্প সমন্বয়কারী আবু সাঈদ প্রমুখ।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে