ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার একটি বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানের মঞ্চে হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ করে শিক্ষার্থীরা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন।
আজ শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার ব্যবস্থা নেওয়ার বিষয়টি ফোনে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভ করা হলে ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কয়েকজন শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে শিক্ষার্থীরা মঞ্চে ইউটিউবে ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গান বাজিয়ে দলগত নাচ শুরু করে। শিক্ষার্থীরা কয়েকটি হিন্দি গানের তালে তালেও নেচে গেয়ে মঞ্চ মাত করে।
ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে ভাইরাল হলে সমালোচনার ঝড় শুরু হয়। সমালোচনার ভিডিওটি বিদ্যালয়ের পেজ থেকে ডিলিট করা হয়।
এদিকে ওই বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে অশোভনীয় কাঁচা বাদাম ও হিন্দি গান পরিবেশন করা কোনোভাবেই কাম্য নয়। আমরা ঘটনাটি পরে বিষয়টি শুনেছি। শোনার পরপরই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এরপরই বিদ্যালয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রথমে আমরা বিদ্যালয় প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেব। জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
সেলিম আকতার আরও বলেন, ‘এখানে শিক্ষার্থীদের কোনো অপরাধ দেখছি না। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের গান কেন করাল—বিষয়টি খতিয়ে দেখছি।’
জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো কাজ কেন তাঁরা করলেন—তা জানতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হচ্ছে।’
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ বিতরণের আয়োজন করা হয়েছিল। পরে শিক্ষার্থীরা মঞ্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নাচ-গানের অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ভাবে কাঁচা বাদাম ও হিন্দি গান পরিবেশন করেছে। আমি সেখানে উপস্থিত থাকলে এমনটি হতো না। ছোট্ট একটি বিষয় নিয়ে এমনটি ঘটে গেল।’
পাবনার একটি বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানের মঞ্চে হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ করে শিক্ষার্থীরা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন।
আজ শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার ব্যবস্থা নেওয়ার বিষয়টি ফোনে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভ করা হলে ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কয়েকজন শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে শিক্ষার্থীরা মঞ্চে ইউটিউবে ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গান বাজিয়ে দলগত নাচ শুরু করে। শিক্ষার্থীরা কয়েকটি হিন্দি গানের তালে তালেও নেচে গেয়ে মঞ্চ মাত করে।
ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে ভাইরাল হলে সমালোচনার ঝড় শুরু হয়। সমালোচনার ভিডিওটি বিদ্যালয়ের পেজ থেকে ডিলিট করা হয়।
এদিকে ওই বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে অশোভনীয় কাঁচা বাদাম ও হিন্দি গান পরিবেশন করা কোনোভাবেই কাম্য নয়। আমরা ঘটনাটি পরে বিষয়টি শুনেছি। শোনার পরপরই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এরপরই বিদ্যালয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রথমে আমরা বিদ্যালয় প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেব। জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
সেলিম আকতার আরও বলেন, ‘এখানে শিক্ষার্থীদের কোনো অপরাধ দেখছি না। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের গান কেন করাল—বিষয়টি খতিয়ে দেখছি।’
জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো কাজ কেন তাঁরা করলেন—তা জানতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হচ্ছে।’
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ বিতরণের আয়োজন করা হয়েছিল। পরে শিক্ষার্থীরা মঞ্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নাচ-গানের অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ভাবে কাঁচা বাদাম ও হিন্দি গান পরিবেশন করেছে। আমি সেখানে উপস্থিত থাকলে এমনটি হতো না। ছোট্ট একটি বিষয় নিয়ে এমনটি ঘটে গেল।’
কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে’ অজ্ঞান করে মা ও তাঁর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেহবিগঞ্জে এনসিপির পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শহরের আমিরচান কমপ্লেক্সের স্কাই কিং রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ২০২৫ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির হবিগঞ্জ জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা ক
৭ মিনিট আগেকুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালীগঙ্গা নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন একই এলাকার জাহিদুল ইসলাম (৪৫) এবং তাঁর ছেলে জিহাদ (৯)।
১২ মিনিট আগেফরিদপুরে মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়ন অবৈধভাবে দখলের অভিযোগে মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেয় ফরিদপুর পৌর বাস টার্মিনাল। এ ছাড়া সাধারণ শ্রমিকেরা উত্তেজিত হয়ে বাস চলাচল বন্ধ করে রাখেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের গোয়ালচামটে পৌর
৩৪ মিনিট আগে