Ajker Patrika

বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে অনশন

বগুড়া প্রতিনিধি
বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে অনশন

শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শহরের সাতমাথায় কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরণ অনশন করেছেন হুমায়ন আহম্মেদ রুমেল। 

আজ রোববার সকাল ১০টা থেকে ব্যানার টানিয়ে বগুড়া জিলা স্কুলের প্রাচীর ঘেঁষে রাস্তায় বসেন তিনি। 

রোমেল বলেন, বগুড়ার মানুষ দীর্ঘ দিন ধরে উন্নয়ন বঞ্চিত। এর মধ্যে হুট করে শহীদ চাঁন্দু আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সকল জনবল ও মালামাল প্রত্যাহার করে নেয় বিসিবি। ফলে এটি জেলা স্টেডিয়ামে পরিণত করা হয়েছে। 

রোমেল আরও বলেন, ‘বিসিবির এই হঠকারিতার কারণে শুধু বগুড়া নয়, গোটা উত্তরাঞ্চলের ক্রিকেট প্রেমীরা বঞ্চিত হবে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আবারও আগের মতো এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট খেলার দাবি জানাই।’ 

এদিকে একই দাবিতে দুপুরে সাত মাথায় গণস্বাক্ষর অভিযান শুরু করেছে বগুড়া জেলা প্রেসক্লাব। সর্বস্তরের মানুষ শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত