শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদীপা গ্রামের ফসলি জমির ভেতরে একটি লাউয়ের মাচার নিচ থেকে অজ্ঞাত কিশোরের (৮) মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, আজ সকালে জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকেরা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহের শরীরে মেটে রঙের পাঞ্জাবি, নীল রঙের জিন্সপ্যান্ট ও কালো রঙের প্লাস্টিকের স্যান্ডেল রয়েছে। মরদেহের সঙ্গে বর্ণিল টুপিও ছিল। যেটি মাচার একটি খুঁটির ওপরে ঝুলন্ত অবস্থায় পেয়েছে পুলিশ।
থানা-পুলিশের পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পরিচয় নিশ্চিত করতে বেলা ২টা পর্যন্ত মরদেহ সেখানেই রাখা হয়েছিল।
ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পান। মরদেহটি মাচার খুঁটির সঙ্গে গলায় নতুন রশি প্যাঁচানো অবস্থায় ছিল। অসংখ্য মানুষ মরদেহ দেখতে আসেন। এই গ্রামে এমন ঘটনা এটাই প্রথম।
ঘটনাস্থলে থাকা থানার এসআই আরিফ আজকের পত্রিকাকে বলেন, পোশাক দেখে ধারণা করা হচ্ছে, সে কোনো মাদ্রাসা শিক্ষার্থী ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেলে হত্যার জট খুলবে। পরিচয় শনাক্তে আমরা সব ধরনের চেষ্টা করছি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, হত্যার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। থানা-পুলিশের পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। আসামিদের ধরতে সব ধরনের চেষ্টা করবে পুলিশ।
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদীপা গ্রামের ফসলি জমির ভেতরে একটি লাউয়ের মাচার নিচ থেকে অজ্ঞাত কিশোরের (৮) মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, আজ সকালে জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকেরা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহের শরীরে মেটে রঙের পাঞ্জাবি, নীল রঙের জিন্সপ্যান্ট ও কালো রঙের প্লাস্টিকের স্যান্ডেল রয়েছে। মরদেহের সঙ্গে বর্ণিল টুপিও ছিল। যেটি মাচার একটি খুঁটির ওপরে ঝুলন্ত অবস্থায় পেয়েছে পুলিশ।
থানা-পুলিশের পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পরিচয় নিশ্চিত করতে বেলা ২টা পর্যন্ত মরদেহ সেখানেই রাখা হয়েছিল।
ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পান। মরদেহটি মাচার খুঁটির সঙ্গে গলায় নতুন রশি প্যাঁচানো অবস্থায় ছিল। অসংখ্য মানুষ মরদেহ দেখতে আসেন। এই গ্রামে এমন ঘটনা এটাই প্রথম।
ঘটনাস্থলে থাকা থানার এসআই আরিফ আজকের পত্রিকাকে বলেন, পোশাক দেখে ধারণা করা হচ্ছে, সে কোনো মাদ্রাসা শিক্ষার্থী ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেলে হত্যার জট খুলবে। পরিচয় শনাক্তে আমরা সব ধরনের চেষ্টা করছি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, হত্যার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। থানা-পুলিশের পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। আসামিদের ধরতে সব ধরনের চেষ্টা করবে পুলিশ।
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
২ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে